শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

আমরা কোন দেশে বাস করছি?

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমার পূর্বপুরুষ ভারতীয় ছিলেন, আমি পাকিস্তানি ছিলাম, আমার দেশ বাংলাদেশ! আমার জাতি সত্তা সাড়ে সাত হাজার বছর আগের সভ্য দ্রাবিড় থেকে আগত হলেও চীন ইরান মঙ্গোলীয় বিভিন্ন শংকর জাতি নিয়ে গাঠিত! আমি আগে বাঙালি পরে মুসলমান! আমার বাংলা ভাষা বিশ্বের ৬ ষষ্ঠ ভাষা! বিশ্বের ৮০০ কোটি ২৭ লক্ষ (প্রায়) মানুষের বেশ একটা অংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে!
আমার ধর্ম ইসলাম বলে আমাকে আরব দেশে তাড়িয়ে দেয়ার চিন্তা যেমন কারো করা উচিত না তেমনি আমার পূর্ব পুরুষ ভারতীয় তথা পাকিস্তানি ছিলো বলে আমি বাঙলাদেশের উপরে কাউকে স্হান দেই না! আরবীয়রা এখন ও তাদের জাতিসত্তা বজায় রেখেছেন যেদেশে নবী রাসুলের আগমন! তারা সন্তান জন্ম হলে, বিবাহের বর এলে উলুধ্বনি দেয়, ঢোল বাজায়, শঙ্খ কোথাও কোথাও বাজায়। গত মাসে মাটি খোঁড়ার পর বড় হিন্দু মন্দির পাওয়া গেছে!
আমি সেই দেশের নাগরিক যে দেশটা স্বাধীন হয়েছিলো ৩০ লক্ষ বাঙালির জীবন দিয়ে ৩/৪ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে! এদেশ তৈরি হয়ে ছিলো বিশ্বের সব চেয়ে Systematic way তে।
২৩ বছর বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন এদেশের কৃতি সন্তান শেরেবাংলা সোহরাওয়ার্দী ভাসানী তর্কবাগীশ মুজিব তাজউদ্দীন রা।এ লড়াকু শ্রষ্ঠ সন্তানদের ভিতর ভাসানী ও তর্কবাগীশ ছিলেন মাওলা! শেষ পর্যন্ত মুজিব ১৪ বছর কারাগার নির্বাসন কাটায়ে বিভিন্ন দাবীদাওয়া সংগ্রামের মাধ্যমে জনগনের ভোট আদায় করে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার অধিকার অর্জন করেও জনগনের ম্যান্ডেড পদদলিত করেছেন পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া ও অপরিপক্ক রাজনৈতিক নেতা জুলফিকার আলি ভূট্টা! বিশ্বে মুজিব একমাত্র নেতা তিনি কনদিন মা-ও, লেনিন, ফিদেল কাস্ত্রো, আয়াতুল্লাহ খোমেনির মত আন্ডারগ্রাউন্ডে যান নাই, নিজেকে টেরোরিস্ট বলার সুযোগ দেন নাই, জনগনকে এমন ভাবে মোটিভেটেড করেছেন যার জনগনের সাথে বাংকারে থাকতে হয় নাই, জীবন চলে যাবে বলে পালিয়ে যান নাই বরং পাকিস্তানের ঘাড়ে বন্দুক রেখে তাদের অপারেশন সার্চলাইটের সময় তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন! গ্রেফতারের পর পশ্চিম পাকিস্তান কারাগারে বসে পাশে খোঁড়া কবরে যাওয়ার দিন গুনেছেন! অথচ তার নামে বাংলাদেশ স্বাধীন করতে ছাত্র ছাত্রী শ্রমিক চাষী কুলি মজুর হাতে রাইফেল তুলে নিয়েছে, বিশ্ব দুইভাগে ভাগ হয়েছে! আমেরিকা বিশ্ব গনহত্যায় সব সময় মদদ জুগিয়েছে এবং রাশিয়া চীন ভারত সবসময় গনতন্ত্রের সঙ্গ দিয়েছে। ভিয়েতনাম কম্বোডিয়া কোরিয়া আফগান ইরাক ফিলিস্তিন সব গনহত্যার মত বাংলাদেশে গনতান্ত্রিক সরকার কে ক্ষমতা দিতে না বলে বরং সোয়াত শীপ ভর্তি করে বাংলাদেশে মার্কিন অস্ত্র পাঠয়েছে!

প্রিয় পাঠক, একজন অপরিনামদর্শী নির্বোধ ঘুমন্ত সরকার “শেখ হাসিনার” অপরাধে আমি এতক্ষণ যে ইতিহাস বর্ননা করলাম সে সত্যি ইতিহাস কি মুছে গেছে? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার “রিসেট বাটন পুশ” করে কি আমাদের পাকিস্তানি বানায় দেয়া হয়েছে?
যদি না হয়ে থাকে তা হলে “ভুট্টা ইয়াহিয়া কে নিয়ে স্বাধীনতার ইতিহাস লিখলে (ইতিহাসে তারা ভিলেন ১৯৭১ সালে) আমার আর্টিকেল Spam, your story is against our community coduct বলে আমার লেখা Remove করে দিচ্ছে কোন আইনের বলে! আমাকে বার-বার সতর্ক করা হচ্ছে আমার লেখা SPAM বলে, REMOVE করা হচ্ছে! তাদের সতর্ক বানী প্রথম পেজ সংযুক্ত করলাম! আমার দেশ ৫ ই আগষ্টের পর অবশ্যই বাংলাদেশ আছে, ডঃ ইউনূসের সরকার বাংলাদেশের সরকার এবং তার এদেশের জনগণের অধিকার নিশ্চিত করার প্রতি আমরা আস্হাশীল! কেন এদেশ কে পাকিস্তান স্টাইলে পাকিস্তান প্রীতি দেখানো হচ্ছে। ইসলাম মানে পাকিস্তান একথা একজন কিশোর ও বলবে না! ১৯৭১ সালে আমরা কাদের সাথে যুদ্ধ করলাম, কাদের গোয়ার্তমি রাজনৈতিক বোকামির জন্য আমার জন্মভুমি পাকিস্তান দু’টুকরো হলো, they must have to face the TRIALS, not we! বাঙালির ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দিয়েছে রাজনৈতিক দেউলিয়া মস্তিষ্ক ইয়াহিয়া ভুট্টো! সে দেশের জনগন আজ ও জানে না এক ভাই থেকে আর এক ভাই কেন আলাদা হলো!

আমরা লেখক রা বার-বার পলিটিক্যাল সাইন্স সজ্ঞা অনুসারে ৫ ই আগষ্ট কোন Revolution, Genocide, Independence day নয়, এটা ছাত্র ভর্তি ও চাকুরির কোটাকে পূজি করে দীর্ঘ দেশী-বিদেশী ষড়যন্ত্র যা মাত্র একটা ঘুমন্ত অপরিনামদর্শী নির্বোধ শাসক কে কিক আউট করার কৃতিত্ব বহন করে যা সত্যি প্রয়োজন ছিলো! সরকার পরিবর্তন কোন বিশাল আইডিওলোজি নির্ভর দিন নয় ৫ ই আগষ্ট! যা এখন খোলসা হচ্ছে, মানুষে সেই পতিত সরকার ভালো ছিলো বলা শুরু করেছে!
জাতির শ্রেষ্ঠ সন্তানদের মাথায় প্রসাব থেকে বিশ্বের সেরা সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কে অপমান, বাঙালির পূজনীয় নারী বেগম রোকেয়াকে মাগী, ইতিহাসের উৎপত্তি হাউজ ৩২ নাম্বার ধানমন্ডিতে আগুন, অনেক হয়েছে, এখন ক্ষান্ত হন দয়া করে! নিউটনের তৃতীয় সূত্র পড়েন “To every action there is an equal and opposite reaction !

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন। আমাদের দেশের নাম বাংলাদেশ পাকিস্তান নয়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102