লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আজ ১ লা মার্চ, ১৯৭১ এর এই দিন থেকে শুরু হয়েছিলো ছাত্র জনতার প্রতিরোধ, অসহযোগ, বাংলাদেশ জন্মের প্রসব বেদনা! উত্তাল মার্চ, বাঙালি একতা, ৩২ নাম্বার ধানমন্ডির নির্দেশ দাতার দিকে তাকিয়ে থাকা, ইয়াহিয়া ভুট্টো পাকিস্তান ভাঙার বোকা বোকা পদক্ষেপ! নির্যাতন নিপীড়ন মানবতাহীন গুলি আগুন, মুজিবের ফাঁদে পা দেয়া ---- সংসদ অধিবেশন বন্ধ, ডান্ডা মারকে সব ঠান্ডা করেগা, মারদাঙ্গা নীতি! ভূট্টার পাকিস্তান ভাঙার কূট অরাজনৈতিক কথা, "পশ্চিম পাকিস্তানে আমি সংখ্যা গরিষ্ঠ আমি এ অংশের প্রধান মন্ত্রী, মুজিব পূর্ব পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতায় সে পূর্ব অংশের প্রধানমন্ত্রী!
প্রিয় পাঠক, মূল ইউক্রেন যুদ্ধে যাওয়ার আগে উত্তাল মার্চ কে স্মরন করলাম ও আপনাদের স্মরন করালাম!
ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিনবছর অতিবাহিত! যাকে জিজ্ঞেস করবেন তিনি বলবেন," ট্রাম এসে গেছেন, পুতিন জিতে গেছেন!
আসলে আমার আলোচনা টা ভিন্ন! রাশিয়া কে আমি সহ কম পক্ষে বিশ্ব ২৫ জন লেখক জানু আর্টিকেলে বলেছেন, "ঘটা করে আক্রমণ করলেন (অবশ্য চাপানো যুদ্ধ, অন্য পথ খোলা ছিলো না) দ্রুত শেষ করুন তা না হলে NATO পরোক্ষভাবে জড়িয়ে যাবে যুদ্ধ দীর্ঘ করতে! আমার ধারনা ছিলো একবছরের ভিতর রাজধানী " কিয়েভ " দখল হবে! রাশিয়ার সেনাবাহিনী বিশ্ব সেরা বাহিনী যারা ২ য় বিশ্বযুদ্ধে হিটলার কে পরাজিত করে জয় এনে দিয়েছিলো!
১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর হিটলারের "অক্ষ শক্তি" (জার্মানি ইতালি জাপান) পোল্যান্ড আক্রমণ করায় ২য় বিশ্বযুদ্ধ শুরু এবং একে একে নরওয়ে সুইডেন ডেনমার্ক বেলজিয়াম হল্যান্ড রুমানিয়া বুলগেরিয়া হল্যান্ড অস্ট্রয়া ফ্রান্স চেকো শ্লোভাকিয়া যুগ শ্লোভাকিয়া গ্রিস মোট দশ দেশ দখল করে ফেলেন হিটলার সাহেব! প্রায় দুবছর ধরে যুদ্ধে জয়লাভ করে পাগলে কামড়ালো, ২২ শে জুন ১৯৪১ রাশিয়া আক্রমণ করলো! রাশিয়ার রাস্ট্র নায়ক স্ট্র্যালিন হুকুম দেন এবং তার রেড ফৌজ দখল কৃত সব দেশ মুক্ত করে ১৯৪৫ সালের এপ্রিলে জার্মান সৈন্য পরাস্ত করে জার্মানির মূল ভূখণ্ডে নেমে পড়ে এ্যাটাক হেলিকপ্টার করে (পূর্ব সেক্টর)!
সেই রাশিয়া ৩ বছরে ঢিমা তালে ইউক্রেনে যুদ্ধ করে যা অর্জন করেছে, আমি খুশি নই! হয়তো ২১% এর মত ইউক্রেন ভুখন্ড পাবেন!গতকাল ও একটা শহর দখল করেছে! ডোনাল্ড ট্রাম ইউক্রেন স্হল খনিজ সম্পদ পাবেন, হয়তো জেলে স্কি পদচ্যুত হবেন, হয়তোবা নতুন নির্বাচনে নতুন সরকার পুতিন আজ্ঞা বহ হবেন! কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দিবেন বলে প্রতিশ্রুতি পেয়ে গেছেন জেলে স্কি, N A T O নয়! ইউরোপ ক্ষেপে আছে!
লিথুনিয়া বিরক্ত করছে পুতিনের বন্ধু দেশ "বেলারুশ" কে। পুতিন তাদের পরামানিক "ওয়ার হেড মিশাইল" দিলেন গতকাল (সম্ভাবত) ! অতএব যুদ্ধ যুদ্ধ খেলায় রাশিয়া কে থাকতে হবে দীর্ঘ দিন!
অনেক লাভ হলো কি খরচ থেকে! বিশ্বের সেরা বাহিনীর বিরুদ্ধে কৌতুক অভিনেতা জেলে স্কি যুদ্ধ করেছেন তিন বছর এটা তার ক্রেডিট! রাশিয়া কে
জড়ায়ে হিটলারের পতন, এদেশ আলেকজান্ডার আক্রমণ করতে সাহস করে নাই ---- ফিরে গেছেন ভারত ও আক্রমণ না করে!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশের ভাগ্যের জন্য সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন! সেনা প্রধানের ভাষন পড়ুন ----