শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

ইয়েমেনের হুতির চ্যালেঞ্জ!

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

একই কুরআনের মুসলমান বাংলাদেশ ও ইরান, ইয়েমেন! আমাদের পকেটে নবী করীম সঃ এর মিসওয়াক আর ওদের হাতে নবী করীম সঃ এর তলোয়ার! ইয়েমেনের হুতিদের হাতে আছে নিজস্ব তৈরি ব্লাস্টিক মিশাইল ও ক্ষেপণাস্ত্র! যার গতি শব্দের গতির থেকে পাঁচ গুন বেশী!পরমাণু ওয়ার হেড সংযুক্ত যা ১১ মিনিটে ২৬৪০ কিলোমিটার যায় অনায়াসে! তসনস করে ফেলেছে ইসরাইলের বিমান বন্দর অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান! আমেরিকা বৃটেন একইসাথে আক্রমণ করেও নিজেরা পিছু হটতে বাধ্য হয়েছে! আর আমরা The great Bangladeshi Muslims are unable to pray in our mosque for our death and afflicted Palestine brothers for the angry-faced of U S A! আমরা কি মুসলমান? ওয়াজ নসিহত শীত মৌসুমে দাওয়াত পাচ্ছি, কবর আজাব, পুল সুরত সাকো পারের বয়ান —-
বাংলাদেশী সবাই কে বেহেশতে নিয়ে ছাড়বো যদি দেশের শাসন ভার হাতে পাই!

প্রিয় পাঠক, বহুকষ্টে উপরের কথা কয়টা বললাম! একলক্ষ সাত হাজার ফিলিস্তিন মুসলমান হত্যা হয়ে গেছে, নতুন যুদ্ধ ফ্রন্ট খুলেছে লেবাননে “হিযবুল্লাহ” চার লক্ষ ইসরায়েল বিরোধী যোদ্ধাদের শায়েস্তা করতে!
সেখানেও ছয়-সাত হাজার হত্যা হয়েছে আলজাজিরা নিউজ!
সারা আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা গবেষণায় বসে গেছে, হুতিরা এমন প্রযুক্তি কোথায় পেলো? আমরা যখন ওয়াজে “নায়েবে রাসুল” সেজে কবর আজাব বর্ননা করছি, হুতি বিদ্রোহী, ইরাকি প্রতিরোধ বাহিনী তখন শীত ভোগ করে “হাই পারসনিক ব্লাস্টিক মিশাইল” নিয়ে এশিয়া ইউরোপের সংযোগ লোহিত সাগর প্রবেশপথ “বাব আল মানদাব প্রনালী” নিয়ন্ত্রণ নিয়ে পাহারা দিচ্ছে ইউরোপ আমেরিকার পন্যবাহি জাহাজ প্রবেশ করতে না পারে! এ যেন ‘পাকিস্তান সেনার’ বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তি যুদ্ধ! কিছু সুইসাইড স্কোয়াড ডিঙি নৌকা নিয়ে বিশাল জাহাজে উঠে পড়ছে সাগরের ভিতর এবং হাতাহাতি যুদ্ধে পরাস্ত করছে ছোট অস্ত্রে! এমনি ২৬ টা জাহাজ ইতিমধ্যে দখল নিয়েছে জেহাদি মুসলমানরা! এডেন সাগর ও লোহিত সাগর প্রবেশপথের জাহাজ আক্রমণ হচ্ছে!
সমুদ্র ইতিহাসবিদ “মারকো” বিবিসি কে বলেছেন, “হুতিদের ড্রন জল ছুঁইছুঁই হয়ে এসে জাহাজে আছড়ে পড়ে হামলা চালায় যার আগুন বিস্ফোরণ কেউ ঢেকাতে পারে না, রাডারে ও ধরা পড়ে না। পদধূলি নিতে ইচ্ছে হয় যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এক দাবী নিয়ে ” গাঁজা অবরোধ বন্ধ করো ফিলিস্তিন স্বাধীনতা দাও!” এমন ফিলিস্তিন স্বাধীনতা বাংলাদেশ ও চাইতো সো কল্ড সেই নাস্তিক স্বৈরশাসক আমলে! জাতিসংঘে ও নির্ভীক বক্তৃতা দিয়েছেন, ফিলিস্তিন স্বাধীনতা একমাত্র সমাধান বলে! এখন কি আমরা ফিলিস্তিন স্বাধীনতা চাই নাকি বাংলার মাটি হবে ইসলামের ঘাঁটি ধোঁকার শ্লোগানে গদি দখলের কামড়া কামড়ি! আমাদের মুসলমানিত্বের ঘনত্ব কত তার সনদ দেয় আমেরিকা, ডঃ ইউনূস সাহেব বিশ্বের ৫০০ মার্কিন সনদ মুসলমানদের ৫০ নাম্বারে আছেন, আমাদের ভাই পাকিস্তানের লেডি কিলার প্লেবয় ম্যগাজিন হিরো ইসলামি ঘনত্ব মার্কিন ইউনিটে ১০ নাম্বারে আছে।
মরহাবা, আমরা গর্বিত!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন! আল্লাহ বিচারের আগে কোন বান্দাকে শাস্তি দেন কি? তাহলে বিচার বিহীন কবর আজাব হতে পারে কি? ভাববেন —-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102