শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

ইসরাইলি জেনোসাইড, পর্ব –৩৬

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

পলায়নরত গাজা বাসীর উপর ইসরায়েলের এয়ারক্রাফট গুলিবর্ষণ করে চলেছে! নিরীহ জনতার শরনার্থী শিবির বাদ যাচ্ছে না এয়ার এ্যাটাক থেকে! এমন বর্বরোচিত ঘটনার পর ও জাতিসংঘের গুতেরেস নিরব দর্শক, পদত্যাগ যার ব্যর্থতার শাস্তি তিনি নোবেল পুরস্কার তালিকায় শান্তিতে নোবেল বিজয়ী প্রথম জন! মানবতা মনুষ্যত্ব গনতন্ত্রের জিকির তোলা জেনোসাইড দেশে দেশে খুঁজে বেড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের নজর ৭০ বছর ছানির পর্দায় দৃষ্টি শক্তি রোহিত, ঠিক তেমন সময় সৌদি আরব সালমানের নেতৃত্বে আরবীয় দেশগুলো সভা করে সিদ্ধান্ত নিলো, “No co-operation with Israel as demanded by USA till declaration the Independence of Palestinians! ” ‘আরব আমিরাত’ সরে আসছে মার্কিন চুক্তি থেকে! ইরান সফর করে চলেছে মধ্য প্রাচ্যর দেশগুলো, এমন কি জর্ডানের সাথে ও সম্পর্কের উন্নতি করেছে!

প্রিয় পাঠক, শুনে খুশি হবেন, নেতানিয়াহুর বাস ভবনে হিযবুল্লাহ ড্রোন হামলা হয়েছে। ফিলিস্তিন হামাস আল কাসেম বাহিনীর হাতে
চীনা অস্ত্র! M 16 Auto rifle সহ অত্যাধুনিক অনেক অস্ত্র, দূরবীন যা ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে “জেরুজালেম পোস্ট” কে! নেতানিয়াহু লেবানন থেকে চীনের শান্তি রক্ষী সরিয়ে নিতে বলার পর চীন সে দাবী প্রত্যাখ্যান করেছে বরং নিজ সেনা নিরাপত্তা বাড়াতে আরো সামরিক সরঞ্জাম সহ সেনা বৃদ্ধি করছে! ছবিতে দেখা গেছে অনেক চীনা সাজোয়া যান লেবান মুখী পথ অতিক্রম করছে!

ইয়েমেনের হুতিদের হাতে পৌঁছে যাচ্ছে রাশিয়ান অত্যাধুনিক অস্ত্র সস্ত্র! রাশিয়া সাহসী যোদ্ধা হুতিদের অস্ত্র দিচ্ছে অনেকটা খোলামেলা ভাবে!
মধ্য প্রাচ্যে ইসরায়েল বিরোধী জোটের পর নেতানিয়াহু তার গড ফাদারের সাথে পরামর্শ করছে কিছুটা ভীত হয়ে! আল-জাজিরা এমন টা বলেছে, হিযবুল্লাহর কাছে এমন ২০০০ ড্রোন আছে যা ২০০০ মাইল অতিক্রম করার ক্ষমতা রাখে!

তুরস্ক মার্কিন সরকার কে অনুরোধ করেছে, “আর নেতানিয়াহু কে অর্থ অস্ত্র না দিতে”!
বাংলাদেশের মুসলমান মসজিদে ইসরায়েল বিরোধী দোয়া তো করতে পারবেন না অন্ততঃ নিজ বাস ভবনে নামাজে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবেন! আমরা যারা কষ্ট করে বিদেশি সংবাদ পত্র ঘেটে কিছু মর্মান্তিক, কিছু সুখবর বয়ে আনি, দয়া করে পড়বেন!
শুধু লেবাসধারী মুসলমান নয় মানবতা মনুষ্যত্ব তাকওয়াপূর্ণ জীবন ধারী মুসলমান হন, ভ্রাতৃপ্রেমী হোন! একবছরে এক লাখ তিন হাজারের মত মুসলমান হত্যা করেছে ইসরায়েল তার ২৫% শিশু ও নারী! এটা চরম মানবাধিকার লঙ্ঘন এবং as per the political science defination it is GENOCIDE ! বাংলাদেশের যারা গনহত্যা (Genocide) কি তা বোঝেন না তারা ফিলিস্তিনের দিকে তাকান তাহলে ল্যামকিন বা জেনেভা সজ্ঞা না জানলেও চলবে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102