লেখকঃ চিত্রশিল্পী মিলন বিশ্বাস
পরিচালক, খুলনা আর্ট একাডেমি
ঈদ মুসলমানদের জীবনে খুশীর আমেজ নিয়ে আসে।
মূলত যারা একমাস সিয়াম সাধনা করেছে, তাদের জন্য ঈদ হচ্ছে খুশি। এই দিনে ইসলাম ধর্মের সবাই প্রিয়জনদের ঈদ মোবারক জানাবে। গ্রাম থেকে যারা জীবিকার জন্য শহরে থাকেন তারা শহর থেকে প্রিয়জনদের কাছে ছুটে যায় গ্রামে। স্কুল কলেজ বন্ধ থাকে তাই পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।এই খুশির দিনে আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে সুস্থ ও সুন্দর রাখুক সেই কামনায় ঈদ মোবারক সম্প্রীতি, সৌহার্দ্য ও প্রীতির বার্তা নিয়ে রোজা শেষে আসে খুশির ঈদ। সবাই রোজার আদর্শকে ধারণ করে ঈদ পালন করব। ঈদ নিয়ে আসুক আনন্দ ও সুখ, দুঃখ মুছে যাক সব গ্লানি। দূর হোক সকল অকল্যাণ, ভরে উঠুক পৃথিবী আবার নতুন আভায়, সেই আভায় আলোকিত হোক সারা ভূবন, ঈদ মোবারক চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, ঈদ মোবারক স্ট্যাটাস দিয়ে নয় কিংবা এসএমএস দিয়ে নয় মনের গহীন অন্তস্থল থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ মোবারক জানাবো ঈদগাহে বসে। এছাড়াও আমরা ঈদ মোবারক পিকচার, ঈদ মোবারক শুভেচ্ছা ইত্যাদি প্রিয়জনদের জানিয়ে থাকি। প্রথমে আমরা ঈদ সম্পর্কিত কয়েকটি বিষয় জানবো। যেমন, ঈদ শব্দের অর্থ কি? ঈদের সংজ্ঞা ইত্যাদি। ঈদ (প্রমিত বানান ইদ) শব্দের অর্থ উৎসব। মুসলিম ধর্মালম্বীদের প্রধান উৎসব হিসেবে বিবেচিত ঈদ। ঈদ বলতে বোঝায়: ঈদ-উল-ফিতর এবং ঈদ উল আযহা। ঈদ এর সংজ্ঞা কি? পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে খুশি উদযাপন অর্থাৎ সকল গ্লানি, হিংসা-বিদ্বেষ ভুলে, মানুষে মানুষে যে সম্প্রীতি, তাকে ঈদ বলা হয়। শিশুদের উদ্দেশ্যে: ঈদ এলো ভোর হলো/খুকু মনি ওঠোরে/ নতুন জামা পরে নে/ ঘুরতে যাব দুজনে। আমাদের সকলের উচিৎ ঈদের দিনে নিজের পরিবারকে সময় দেওয়া। নিজের পরিবারের সকল সদস্যের সাথে সাক্ষাৎ করা। সেই সাথে আত্মীয়স্বজনদের খোঁজ খবর নেওয়া, পাড়া-প্রতিবেশীদের ঘরে যাওয়া ও তাদের খোঁজ খবর নেওয়া, গরিব-দুঃখীদের সাধ্যমত সাহায্য করা। আমাদের মনে রাখতে হবে ঈদ অর্থ খুশি। শুধুমাত্র নিজের জন্য নয় সকলের জন্য। এই দিনে আমাদের উচিৎ সকল অন্যায় কাজ থেকে দূরে থাকা। এছাড়াও অসামাজিক কাজ থেকেও দূরে থাকা উচিৎ।
কিন্তু আমরা যদি অসামাজিক এবং অন্যায় কাজ করি, তাহলে ঈদের খুশি থাকে না। আমরা সবাই ঈদের বিধান মেনে চলবো। আমাদের জীবন কর্ম ব্যস্ত ও বৈচিত্র্যহীন জীবনে প্রয়োজন আনন্দ। একঘেয়ে জীবন যাপন করতে করতে আমাদের জীবন হয়ে পড়ে স্থবির। এজন্য আমরা প্রত্যেকটি ধর্মে কিছু উৎসব দেখতে পাই। তেমনই মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ঈদ, আমরা ঈদ বলতে দুইটি ঈদকে বুঝি। তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমি একজন কবি ও চিত্রশিল্পী সবাইকে অনুরোধ জানাব এই ঈদকে কেন্দ্র করে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলে এমন স্লোগান হলে ধনী-গরীব এক হোক এক কাতারে আসুক। সবাই গরিব-দুঃখীদের সেবা করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করলে সবার ঈদ ভালো কাটবে। ঈদকে ধারণ করবেন মনের মাঝে সবাইকে বলবেন ঈদ মোবারক। ঈদের দিনে খুশির দিনে সাজবে বোনেরা মেহেদি দিয়ে রাঙাবে সবাই দুহাত। ঈদ মানে আকাশে নতুন চাঁদ, নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ। তোমার মেহেদী রাঙ্গা হাত খুশিতে মেতে ওঠা সকলের আজ হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসার হাত বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের মাঝে খুশি ছড়িয়ে গরিব-দুঃখীদের সাহায্য করাই ঈদ। এই দিনে ঈদ মোবারক চারিদিকে খুশির হাওয়া বইছে বাতাস এ ফাগুন হাওয়া ঈদের খুশিতে মেতেছে মন উতলা এই ভুবন। সকালের স্নিগ্ধ পরশ, মিষ্টি হাওয়া, সেমাইয়ের গন্ধ মন আমাদের থাকে না বন্ধ। যাবো আমরা সবার বাড়ি ঈদের নামাজ আদায় করে। মাহে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এই কামনায় “ঈদ মোবারাক” সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিকভাবে ঈদের আনন্দ পালন করার তৌফিক দান করুন এবং সকলের মাঝে যেন আমরা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পারি। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস একজন ছবি প্রেমী মানুষ।
ছবি আঁকার পাশাপাশি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনা করি। খুলনা আর্ট একাডেমিতে যে সকল শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীদের সকলকে ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা স্বরূপ চাঁদের সঙ্গে মিনার যুক্ত এমন ধরনের ছবি এঁকে দেই। ১৫ রোজা থেকে শুরু করে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেই। এতে ঈদের আকাঙ্ক্ষা আগে থেকে তৈরি হতে থাকে। আমরা দেখতে পাই শিক্ষার্থীদের মনে আনন্দ। তারা নানান রঙের রং দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেন ।খুলনা আর্ট একাডেমিতে সকল ধর্মের শিক্ষার্থীরা আসেন। সকল ধর্মের অনুষ্ঠানকে আমি সম্মান জানাই। সকলে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের শুভেচ্ছা জানাবে। অন্য ধর্মের অনুসারীরাও ঈদের দিন সরকারি ছুটি পায় এবং মুসলিম বন্ধু-বান্ধবদের বাসায় ঈদের দাওয়াত খেতে যায়। সব মিলিয়ে সবার মাঝে ঈদের আনন্দের পরশ পৌঁছে যায়। সকলের ঈদ হোক আনন্দের এমন প্রত্যাশা করি।