লেখকঃ অথই নূরুল আমিন
একটি বই আলোচনা। আসলে একটি বই আলোচনা করা যেন পাহাড় সম এক মোটা অংকের দায়িত্ব। একটি বইয়ের নাম “যথাযথ” বইটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক ইমরুল কায়েস। ২০২৫ এর অমর একুশে বইমেলা প্রাঙ্গনে প্রকাশনা উৎসবে আমি আমন্ত্রিত ছিলাম। বইটি প্রকাশিত হয়েছে ভাবনা প্রকাশ থেকে। বইটির প্রকাশক, আব্দুল্লাহ আল অলিদ।
বইটি আমি তখনই হাতে নেই, বইটির ভিতরে কি আছে সবার সামনে দেখার চেষ্টা করি। একি! যথাযথ এই বইটি যেন সম্পূর্ণ ভিন্ন এক বই। না গল্প না উপন্যাস না কবিতা না ছড়ার বই। এ যেন মানব সভ্যতার এক গভীর থেকে গভীরে লেখা। এযেন গোটা সমাজ, গোটা জাতির চোখে আঙ্গুল দিয়ে ইমরুল কায়েস তার কলমের রক্ত চক্ষুর ভাব ফুটিয়ে তুলেছেন।
“যথাযথ” বইটি যেন একটি মহাকাব্য, একটি মহা কবিতা। এ যেন স্বঘোষিত সমাজ সুন্দর করনের এক নিখুঁত ক্যালিওগ্রাফি।
“যথাযথ” বইটি আমি পড়লাম। যা চমৎকার। এখানে এমন কিছু কঠিন উচ্চারণে বেশ কিছু বাণী ইমরুল কায়েস লিখেছেন। সত্যি সত্যি চমকে উঠার মত। “যথাযথ” বইটির মাঝে স্বচ্ছল সমাজের দিকনির্দেশনা পাওয়া যায়।
“যথাযথ” বইয়ের লেখক ইমরুল কায়েস তিনি তার ধারালো মনের শাণিত চিন্তা থেকে সুন্দর সমাজ গঠনের প্রত্যাশায় বাণীর মত করে যেসকল বিষয় এবং শিরোনামের উপর নির্ভর করে বইটি লিখেছেন। লেখক নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার দাবিদার।
শিরোনামগুলো যথাক্রমে : কর্ম, সংসার, কথা, কলম, মোবাইল, সময়, প্রতিবেশি, পূর্ণিমা, আয়না, সংগীত, জুতা, টাকা, চোখ, জানালা, পথ, বিয়ে, খাদ্য, নিরবতা, ঘুম, ঘড়ি, জল, শিক্ষক, রাগ, ভ্রমণ, বাবা, প্রার্থনা, জীবিকা, হাত, রাত, সিনেমা, সুখ, ডায়েরি, বসন্ত, মৃত্যু, লজ্জা, রোদ, আত্মীয়, মানব স্বভাব সহ বেশকিছু নামের কবিতা গুলো লেখা।
বইটির মূল্য : ১৭৫ টাকা। প্রচ্ছদ করেছেন, এস এম কাইয়ুম। অঙ্গ সজ্জা করেছেন, গোলাম মহিউদ্দিন, বইটি আরো ভালো লেগেছে তখনই। উৎসর্গ : পৃষ্টায় এসে, আমরা মূলত দিনদিন অনেকেই কৃপন হয়ে যাচ্ছি। কিন্তু ইমরুল কায়েস একজন লেখক হিসাবে অন্য লেখকদের প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ করেছেন এই ভাবে —
উৎসর্গ: নব ভাবনার নিবেদিত লেখক; যাঁদের লেখালেখির প্রতি চমৎকার সততা আমাকে শেখায় তাঁদের করকমলে যথাযথ নিবেদন- বাহ্ খুবই সুন্দর উক্তি। আমি মুগ্ধ হয়েছি। লেখকের এই কৃতজ্ঞতা প্রকাশ দেখে। তারপর আবার নীচের দিকে কিছু লেখকের নাম দেখতে পেলাম। বিশেষ করে উপরের নিবেদন যাঁদেরকে নিয়ে, কিবরিয়া লিপন, নরসিংদী। মির্জা মুহাম্মদ নুরুন্নবী নুর, গাইবান্ধা। আ ন ম এহছানুল মালিকী, ঢাকা। সন্তোষ কুমার শীল, পিরোজপুর। নাহার আলম, ময়মনসিংহ। রবিউল ইসলাম, দিনাজপুর। নুরে জান্নাত, সিরাজগঞ্জ। অনিন্দ্য আউয়াল, রংপুর। সোনিয়া তাসনিম খান, ঢাকা। কাব্য সুমি সরকার, ময়মনসিংহ। অন্তর চন্দ, কুড়িগ্রাম। মনিরুল ইসলাম শ্রাবণ, বি বাড়িয়া। আলী হোসেন, ময়মনসিংহ। তারিকুল আমিন, ঢাকা।
পরিশেষে “যথাযথ” বইটি পাঠক মহলে পৌঁছে যাক এবং যথাযথ বইয়ের লেখক ইমরুল কায়েস একজন মানবিক লেখক হিসেবে যুগে যুগে পাঠক মহল স্বীকৃতি প্রদান করবেন বলে আমি আশাবাদী। এই প্রত্যাশা এবং আমার পক্ষ থেকে লেখকের সার্বিক সাফল্য কামনা করি।
অথই নূরুল আমিন,
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।