লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
এক শ্রেণীর লোক আছেন তারা পড়াশোনা ভয় পান কিন্তু ইউটিউব তাদের প্রিয় বিষয়! সেখানে শত মিথ্যাবাদীর মিথ্যাচার প্রচারের একটা স্টেডিয়াম! অথচ কষ্ট করে নিউইয়র্ক টাইমস আরব নিউজ ডেইলি বেইজিং দি হিন্দুস্তান টাইমস ডন পড়লে মোটামুটি নীতিসম্মত একটা সত্যি নিউজ পেতে পারেন!
এতদিন শুনে আসছি “বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা” আগরতলা দিয়ে আজ এসে পড়েন তো কাল পশ্চিম বাংলা বর্ডার দিয়ে এসে পড়েন!’ যা ছিলো শত ভাগ ভূয়া ও সেই সব অপদার্থ লোকদের প্রোপাগান্ডা যারা রাজনৈতিক নিয়ম-কানুন ফর্মুলা বোঝেন না আবার শেখ হাসিনা কে ডুবাতে ও বেশ ভুমিকা রেখেছেন চুরি-ডাকাতি হাত-পা রগ কেটে খুন-খারাবি সালিশ বানিজ্য নিয়োগ বানিজ্য ভুয়া লাইসেন্স পারমিট করে, ভূয়া ব্যাংক লোন নিয়ে ঋণখেলাপী হয়ে অবৈধ পথ সুপারিশে পার পেয়েছে, এরা তারা!
তারা রাতা রাতি কোটি পতি হয়ে এলাকার লোকদের ও হাসিনা বিরোধী করেছেন কারন গতকাল কামলা কিশান দেয়া লোকটা কোন যাদু বলে কোটিপতি হলো এ হিংসায় অনেক লোক আওয়ামী বিরোধী!
প্রিয় পাঠক, আমার উদ্দেশ্য কারো উপর বিযাদগার করা না বরং স্বয়ং বিগত প্রধানমন্ত্রী নিজেই সাংবাদিক দের সামনে বলেছেন, “আমার পিয়ন চার শো কোটি টাকার মালিক —- অথচ উচিত ছিলো R A B পাঠিয়ে স্যুট করে মালামাল বাড়ীঘর সম্পদ ক্রোক করে উদাহরণ সৃষ্টি করা! বঙ্গবন্ধু তো গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার হেমায়েত বাহিনীর হেমায়েত যখন ন্যাপের লেবু মিয়া ও মুক্তি যোদ্ধা কমলেশ কে হত্যা করেছিলো, গোপালগঞ্জের এসডিও তাকে গ্রেফতার করতে সাহস পান নাই, কারন হেমায়েত সাড়ে সাত হাজার মুক্তি যোদ্ধার কমান্ডার ছিলেন এবং তখনও এসডিওর থেকে তার হাতে বিপুল অস্ত্র ছিলো। বঙ্গবন্ধু একসপ্তাহ পরে ব্যক্তিগত সংবাদ পেয়ে এসডিও কে স্ট্যান্ড রিলিজ এবং নতুন এসডিওকে অধিক ফোর্স নিয়ে হেমায়েত কে গ্রেফতার করান নিজে ৩২ নাম্বার ধানমন্ডি বসে নিজ সুপারভিশনে!
পাঠক, ভারতের অভিজ্ঞ সাংবাদিক মনোজ দাসের কাছে জানলাম, “মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতের নিরাপত্তা ডাইরেক্টর অজিত ডোভালকে সাথে নিয়ে দিল্লিতে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন!” তুলসি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশ কে ডুবে যেতে দিবেন না!
তিনি এও হাসিনাকে জিজ্ঞেস করেছেন, “What do you want?
শেখ হাসিনা উত্তরে বলেছেন,” I want to back my country, the country is going to be ruined (destroyed) by Dr. Yunus ! There was not people’s revolution on 5th August in 2024 but it was conspiracy against me! তুলসি, কবে ফিরতে চান? হাসিনা, “if today night, I am agree ! তুলসি, Mr. Doval will talk with Modiji and as wellas I would talk with my President ! ”
শেখ হাসিনা পাশের রুম থেকে কন্যা পুতুল কে দিয়ে ঢাকা স্বামী বাগে নির্মাণাধীন এসকনের ১৪ তলা মন্দিরের হুবহু রেপ্লিকার্ড এনে তুলসি গ্যাবার্ডকে সৌজন্যে উপহার হিসাবে হাতে তুলে দেন এবং তিনি তা হাতে নিয়ে প্রনাম করেন!
প্রিয় পাঠক, লেখকের কথা —- এটা কি এতটা সহজ?
রাজনীতির উপর আছে গ্লোবাল পলিটিক্স, আমেরিকা নিজ স্বার্থের বাইরে গেছে কখনও, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে ডেমোক্র্যাট রিপাবলিকান কোন পার্থক্য নাই?
শেখ হাসিনা গত দু’বছর বলে আসছেন, “সেন্ট মার্টিন আমেরিকা কে দিলে আমার ক্ষমতায় থাকতে প্রতিবন্ধকতা নাই! মুজিব কে জীবন দিতে হয়েছে সেন্ট মার্টিন দিতে অস্বীকার, ইসরায়েল স্বীকৃতি প্রত্যাখ্যান ও আলজিরিয়ার্জ সন্মেলনে জোটনিরপেক্ষ সন্মেলনে যোগদান!
বর্তমান সরকার প্রবালদ্বীপ বলে প্রবাল রক্ষার নামে সেন্ট মার্টিনে টুরিস্ট যাতায়াত বন্ধ করছেন কেন, আজও কি সৎ উত্তর দিতে পারছেন? ডঃ ইউনূস সাহেবের বন্ধু হিলারি ক্লিন্টন, তিনি ক্ষমতায় এলে ক্লিনটন ফাউন্ডেশন মাল্যভুষিত করেছে সবাই জানেন!
দেশের চতুর্মাত্রিক সমস্যা, লোকে বলা শুরু করেছে,” হাসিনা ভালো ছিলেন!” ডঃ ইউনূস কি মাথা ঘামাচ্ছেন?
তিনি তো কোনদিন পাকিস্তান পন্হী ছিলেন না, পাকিস্তান পন্হী হওয়ার ফর্মুলা কাদের মন্ত্র তিনি গ্রহন করেছেন, ১৯৭১ এর স্বাধীন বাংলাদেশ কে কারা মেনে নেন নাই, আমেরিকা পাকিস্তান ও জামাতে ইসলাম!
সব কোন স্বার্থে এক ঐক্যে এলেন? জাতিসংঘের সেক্রেটারি গুতেরেস প্রধান উপদেষ্টার ভালো বন্ধু, তিনি কেন হঠাৎ এলেন, কেন রোহিঙ্গা ক্যাম্প সফর —
মুজিব কন্যা সেন্ট মার্টিন দিতে রাজী হলে তো কালই বাংলাদেশে উড়ে আসতে পারেন! মার্কিন নীতি – Nothing permanent FRIENDSHIP nor ENEMITY only INTEREST (স্বার্থ) !
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।