অথই নূরুল আমিন।
একজন পার্লামেন্ট মেম্বার। সংক্ষেপে যাদেরকে এমপি বলা হয়। একজন এমপি যেকোন একটি রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন। একজন এমপি হতে হলে কমপক্ষে ষাট হাজার থেকে সোয়া লক্ষ ভোটের প্রয়োজন হয়, একজন এমপি পাশ হতে হলে। একজন এমপি জাতীয় পর্যায়ে রাষ্ট্রের বিভিন্ন কাজ কর্ম তদারকি সহ জাতির স্বার্থে আইন প্রণয়ন করতে সহযোগিতা করে থাকেন।
এদিকে অনেক এমপি তার নিজের ইজ্জত এবং কদর ভুলে গিয়ে নিজেদেরকে বিভিন্ন অসামাজিক কাজেও জড়িত করে পেলেন । যার ফলে সমাজের কাছে আইনের কাছে, তখন তারা ছোট হয়ে যান বিষম ভাবে। তারপরও এমপিরা কিন্তু কেউ রাষ্ট্রের কর্মচারী নন।
যখন কোন এমপি মন্ত্রী হন। সেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদাধিকারী সচিব পর্যন্ত সেই মন্ত্রীকে স্যার ডাকতে হয়। কথা থাকে যে, আগে এমপি। তারপর মন্ত্রী।
দেশে ডিসি সম্মেলন চলছে। প্রতিবছর এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। ডিসিরা প্রতিবছর পাঁচ দফা। দশ দফা কখনও কখনও তারচেয়েও বেশি দাবি সরকারের কাছে উপস্থাপন করে থাকে।
এবার ডিসি সম্মেলনে তাদের বেশকিছু দাবির মধ্যে একটি দাবি হল। ডিসিরা চায় তারা এমপিদেরকে পরিচালনা করতে। আমাদের দেশের এমপিরাও চোর ।ডিসিরাও চোর। এক চোরকে আরেক চোরে পরিচালনা করার ক্ষমতা চায়। তাও আবার রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ। এ যেন এক রোগীর চিকিৎসক আরেক রোগী।
স্বাধীনতার ৫৩ বছরের ভিতরে বিশেষ করে, আমাদের দেশে ভালো মানের পঞ্চাশ জন এমপি যেমন পাওয়া যাবে না। ঠিক তেমনি পঞ্চাশ জন ডিসিও ভালো বা সৎ পাওয়া যাবে না। তারচেয়েও বড় কথা হল। বতর্মান ডিসি সম্মেলনে যেসকল ডিসিরা বিভিন্ন জেলা থেকে এসেছে। ওরা কি আসলেই ডিসি নাকি বতর্মান সরকারের আমলে অযোগ্য অ-ডিসি। আমার ভাবতে খুবই কষ্ট হচ্ছে। ডিসিরা কোন্ সাহসে সরকারের কাছে এরকম অযুক্তি আবেদন করতে পেরেছে? সরকারের কাছে আমার প্রশ্ন?
ডিসিদের এরকম বেমানান আপত্তিকর দাবির কথা শুনে,সত্যি রাজনীতিকে আজকে ঘৃণা করতে ইচ্ছে করছে। সারাজীবন তাহলে আমরা কি শুনে আসলাম। আজকে কি শুনছি? প্রজাতন্ত্রের কর্মচারীরা চাচ্ছে, এমপিদেরকে পরিচালনা করতে। আমার কাছে মনে হচ্ছে। এই দোষ আসলে আমাদের দেশের অযোগ্য রাজনৈতিক দলগুলার। ওরা যখন বারবার যোগ্য লোক বাদ দিয়ে, বেশিরভাগ সময়ে অশিক্ষিত লোকদেরকে এমপি পদে মনোনয়ন দিয়েছে। সেই মুর্খ লোকটি এমপিও হয়েছে। ভবিষ্যতে ও হয়তো এই ধারা বহাল থাকতে পারে। তবে দেশে সবচেয়ে বেশি মুর্খ এমপি ছিল গত পনেরো বছরে আওয়ামী লীগের আমলে। এবং শেখ হাসিনা ও অশিক্ষিত ছিলেন। সেই সকল মুর্খ এমপিদের অযোগ্যতার বদৌলতে তার ধারাবাহিকতায় আজকে ডিসিরা এমপি শাসনের ক্ষমতা চাচ্ছে। সরকার যদি সত্যি এমপিদের পরিচালনা করার ক্ষমতা ডিসিদেরকে দিয়ে দেয়। তাহলে রাজনীতির উপরে লেখালেখি আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। দেশের সকলের জন্য শুভকামনা রইল।ধন্যবাদ।