লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
সবচেয়ে জ্ঞানী গুনি উপদেষ্টা মনে করতাম “জনাব আসিফ নজরুল সাহেব” কে! আজকের খবরে শুনলাম তিনি বলেছেন, “একবছর সময় পেলে বাংলাদেশের স্বৈরশাসকদের আমলের সব কিছুু সংস্কার করে দিয়ে যেতেন, বিশেষ করে নিরপেক্ষ বিচার ব্যবস্হা!
প্রথমেই আমার প্রশ্ন করতে ইচ্ছে হয়, এখন কি বিচার বিভাগ স্বাধীন? আগে কি কখনওই বিচার বিভাগ স্বাধীন ছিলো না? ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে বিচার বিভাগ নিয়ে অসংলগ্ন কথা বলার জন্য পাঁচ লক্ষ টাকা জরিমানা করে দিয়েছিলো কোন বিচার বিভাগ,বাংলাদেশের নাকি পাকিস্তানের? দেশের প্রধানমন্ত্রী কে জরিমানা করা কি সহজ বিষয় ছিলো?
প্রিয় পাঠক, আসিফ নজরুল সাহেব বিশ্ববিদ্যালয় পড়ানো পন্ডিত! তিনি কি জানেন না, ১/১১ তে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন, কিছু পদক্ষেপে ভীত ও ছিলেন! শেখ হাসিনা আশ্বাস দিয়ে বলেছিলেন, ” আওয়ামীলীগ ক্ষমতায় এলে এ সরকারের সব জনকল্যান মূলক কাজ সংসদে পাশ করে নিবো!” আসিফ সাহেব কি বুঝেন না সংসদ সার্বোভৌম সেখানে পাশ না হলে সব কাগজ ওজনে বিক্রি এবং বাজারের ঠোঙ্গা হবে! যারা এমন সংশোধন করেছিলেন সংসদ ছাড়া সেই “ফখরুদ্দিন মঈনুদ্দিন” আমেরিকা রেস্টুরেন্টে কাজ করে খাচ্ছেন!
আসিফ নজরুল সাহেব আমেরিকার রেস্তরাঁতে কাজ করবেন তা বলছি না! তিনি কোথায় কোন লাইন করে রাখতেছেন তাতে সেভ হয়ে যাবেন, বিগত ইতিহাস থেকে বললাম!
যমুনার উপর দিয়ে বহমান বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন করেছেন যা সিরাজগঞ্জ জেলা টাঙ্গাইলের ভুয়াপুর কে সংযুক্ত করেছে ৪.৮০ কিলোমিটার পথ! এই ডুয়েল গেজ ডবল ট্রাকের জাইকার অর্থায়নে সরকারের একচতুর্থাংশ সহযোগিতায় নির্মাণ খরচ ছিলো ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লক্ষ টাকা! অপরিনামদর্শী নির্বোধ শাসক দেশ ছাড়ার চার মাস পর এমন কি হলো পুনঃ নির্মাণ কাজে হাত দেয়ার আগেই ৩২১৫ কোটি টাকা ব্যয় বেড়ে গেলো ? আমরা তো জনজীবন দ্রব্য মূল্যে অতিষ্ঠ চাই নাই, সংখ্যা লঘূ নির্যাতন চাই নাই, একটা একটা আওয়ামী লীগ ধর, ধরে ধরে জবাই কর, চাই নাই, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা চাই নাই, জাতির জনকের মাথায় প্রসাব করা চাই নাই, বিশ্ব কবির মূরালি ভাঙা চাই নাই, সচিবালয়ে আগুন চাই নাই, “চেয়েছিলাম অপরিনামদর্শী নির্বোধ সরকার কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গায় সুন্দর শান্ত ভয় ভীতি হীন একটা বাংলাদেশ!” দুধের নহর বয়ে যাবে মধুর ঝর্ণা প্রবাহিত মিথ্যা আশ্বাস চাই নাই!
কত দেশে সরকার পরিবর্তন হয়, ভিন্ন মতাবলম্বী সরকার ক্ষমতায় আসে, জাতির জনক কি মুছে যায়, জর্জওয়াশিংটন, গান্ধী, জিন্নাহ, সুকর্ন, কুরুশ, আহম্মেদ দূরানী কামাল আতাতুর্কের নাম কি আমেরিকা ভারত তুরস্ক ইন্দোনেশিয়া পাকিস্তান আফগান মুছে দিছে না কি কেউ মুছতে পেরেছে?
আপনাদের সবচেয়ে বড় মিডিয়া সমর্থক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস সাহেব রা কি বলে শুবেন অনুগ্রহ করে!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।