লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমরা আম পাবলিক, কে ক্ষমতায় এলো কে গেলো আমাদের ভাগ্য বদলায় না, জানার ও দরকার হয় না! আপনি জাতীয়তাবাদী না-কি মৌলবাদী তাতে আমার হাড়িতে চাল ফুটে না! আপনি বাংলাদেশী নাকি বাংগালী তা আমার জেনে লাভ নাই! আপনি নামাজি না সামাজি আপনি মুসলমান নাকি হিন্দু আপনি সুদখোর নাকি ঘুষ তা জেনে আমার কঠিন হৃদয় শীতল হয় না! কারন বাড়ীতে ফিরতে আমার চাল-ডাল তরকারি লবন লংকা কিনে ফিরতে হয়, বাসায় দাম্পত্য জীবন নাই কারন বউ ঘ্যানঘ্যানায় তার ছেলের স্কুলের বেতন চাই, মেয়ের পথে ঘাটে ইভটিজারের নিরাপত্তা নাই, কতদিন চুলায় গরুর মাংস বা খাশী চড়ে নাই!
এসব শুনতে শুনতে একসময় ক্ষেপে যাই, চীৎকার দিয়ে সেই আদরের বউটার বাপ-মা তুলে গালি দেই, ব্যাস শেষ আমার মর্দামি, পরিচয় দেই আমি হারামি!
আসলে আমিতো মানবতা মনুষ্যত্ব সম্পন্ন একজন ছা পোষা মানুষ ছিলাম, সুখ ছিলো আমার সংসারে ---
আপনি আপনারা রাজনৈতিক নেতারা দেশের সুখ কেড়ে নিয়ে আমাদের নিদ্রা হীন করেন!
অখণ্ড ভারত কি আমরা ভেঙেছি, অখন্ড পাকিস্তান কি আমরা ভেঙে ছিলাম, ইউক্রেনে যুদ্ধ কি আমরা লাগিয়েছি, সিরিয়ায় কি আমরা ইসরায়েল কে ডেকে নিয়েছি ---- সব সবকিছু আপনাদের মত উচ্চাভিলাষী রাজনৈতিক নেতারা করেছেন!
আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দিন আগের মত, বিদ্যুৎ দিন, দ্রব্য মূল্য আগের জায়গায় আনুন, আমার মেয়ের পথে ঘাটে চলার নিশ্চয়তা দিন, আমার জীবনের নিরাপত্তা দিন, আমি কোথায় ভোট দিয়েছিলাম তা খুঁজে আমাকে মামলায় জড়ানো বন্ধ করুন, আমাকে নালিশ করার নিরপেক্ষ প্রশাসন দিন, আমার কাম করা শিল্পগুলো আপনাদের কামড়াকামড়িতে বন্ধ হয়েছে, খুলে দিন, আমার ছোট দেশটা কারো গোলাম না বানিয়ে, স্বাধীন রাখুন, -----
শতবছর আপনি আপনারা দেশ শাসন করুন, আমার মত ৮০ শতাংশ লোকের দোয়া সমর্থন পাবেন, ২০ শতাংশ শিক্ষিত অশিক্ষিত /ধর্মের নামে অধার্মিক কে নজরে রাখুন তারা আপনাকে মিস গাইড করে ভুল বুঝায় প্রতিশোধ নেয়ার জন্য নতুন-নতুন ফতোয়া তৈরি করে! এরা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, ধর্ম বেঁচে, সম্পদ পাচার করে, ব্রিজ বিল্ডিং রড ছাড়া বাশ আর সিমেন্ট ছাড়া বালু দিয়ে তৈরি করে, এরা দেশের শত্রু
আমার মত আম জনতা নয়, আমরা বাঁচতে চাই, তিন বেলা ভাত চাই, নিরাপত্তা চাই! পারবেন দিতে, না পারলে সরে পড়ুন, কার বাড়ী পোড়ালেন কাকে গ্রেফতার করলেন তাতে আমাদের দৃষ্টি অন্য দিকে নিতে পারবেন না কারন আমার দৃষ্টি আমার ঘরের শান্তি অশান্তির দিকে, কোন নাটকে বাঙালি দৃষ্টি বদলায় না!
বাঙালি বিশ্বের অনেক জাতি থেকে রাজনৈতিক সচেতন এবং জ্ঞানী!