লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
একজন অপরিনামদর্শী দুর্নীতি প্রশ্রয় দানকারী ঢিলেঢালা প্রশাসনিক মানসিকতার প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর কে দেশ শাসন করছেন?
মাননীয় প্রধান উপদেষ্টা কোন রাজনৈতিক দলের লোক, জনাব আসিফ নজরুল সাহেব কোন দলের লোক ? পরোক্ষভাবে এদেশ শাসন করছে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল”!
চাঁদাবাজি দোকানপাট দখল থেকে সব জায়গায় বেনিফিশিয়ারী বিএনপি! কাদের বহু অপরাধে অপরাধী কনভিকটেড ব্যক্তিরা জেল থেকে ছাড়া পাচ্ছে, লুৎফর জামান বাবর থেকে যারা ছাড়া পাচ্ছেন সবই বিএনপির ঘরোনার লোক! যত সন্ত্রাসী ছাড়া পেয়েছে বলা হয় সব ই বিএনপির লোক! বাংলা ভাইর অস্ত্র উঁচিয়ে হাজার লোকের রাজশাহী শহরে মিছিলে এসপি এ্যাশন নিতে চাইলে, জনাব তারেক জিয়া সাহেব বলেছিলেন, ” কোন রকম বিরক্ত করবেন না বরং সহযোগিতা করেন, এসব আমাদের রিজার্ভ ভোট,”
পাঠক এরপর নির্বাচন দিলে কে ক্ষমতায় আসবে, বিএনপি এবং জামাত কোয়ালিশন!
সন্ত্রাসী যাদের বলেন, জামাত বিএনপি সব আওয়ামী বিরোধী, আজ বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান মুফতি হান্নান ইত্যাদি কে সেনা তত্বাবধায়ক সরকার ফাঁসি না দিলে বেকসুর খালাস পেতো! “তারেক জিয়া সাহেব” অনেক মামলা ছাড়া পেয়েছেন এবং একসময় দেশে ফিরবেন! মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির মার্কিন লবিং করেছেন আজীবন! ওয়াশিংটন পোস্টে দেয়া সাক্ষাৎ কারে বলা “রিসেন্ট বাটন”
বলেছিলেন, মুজিব কে জাতির জনক মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে!
প্রিয় পাঠক, এদেশের শ্রেষ্ঠ সন্তানদের দল ছিলো আওয়ামীলীগ, ভাসানী তর্কবাগীশ সোহরাওয়ার্দী মুজিবের হাতে গড়া! আওয়ামীলীগের সমর্থক ছিলেন ডাঃ বদরুদ্দোজার বাবা কফিলউদ্দিন চৌধুরী, ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সংবাদের বজলুর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের পিতা অধ্যাপক মনসুর আহমেদ, যার রাজনৈতিক পঞ্চাশ বছর বই পড়ে আমরা রাজনীতি শিখেছি, আতাউর রহমান যার লেখা ওজারতির দশ বছর বইটা ছিলো সেকালের চমৎকার রাজনৈতিক বই!
এমন রাজনৈতিক দলের আজ এ অবস্থা কেন?
কেন একজন জননেত্রী জনগণের নেত্রী না হয়ে তার সাংসদ, চেয়ারম্যান, মন্ত্রী, উপদেষ্টা টাকার রোজগারে ব্যস্হ হলেন? কেন তারা “তাজউদ্দীন ক্যাপটেইন মুনসুর কামরুজ্জামান সৈয়দ নজরুলের” মত একজন ও হলেন না? নাকি তিনি তাদের তাজউদ্দীন না বানায়ে লুটেরা বানালেন?
প্রিয় পাঠক, যারা বাবা মা আত্মীয় স্বজন হারিয়েছেন ১৯৭৫ সালে, তারা কিভাবে পয়সার লোভী হতে পারে। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে খালেদা জিয়ার একক ডিলারের ১,৫০,০০০ টাকা মোবাইল ফোন ১২/১৪ হাজার টাকায় নামিয়ে এনে জনগণের হাতের নাগালে এনে দেয়া “নাসিম সাহেব” পরবর্তী ২০০৮/৯ সালে স্বাস্থ্য খাত টাকে ধ্বংস করতে পারেন? উল্লেখ্য নাসিম সাহেবের বাবা “ক্যাপটেইন মুনসুর” জেলহত্যার চার জাতীয় নেতার একজন! আজ-ও স্বাস্থ্য খাত জনগণের সেবায় উঠে আসতে পারে নাই!
১৯৭৫ সালে খন্দকার মোশতাক খুণি আখ্যা পেয়ে চুপচাপ ছিলেন, ৮০ দিনে ৮১ স্টেপ নিয়ে দেশ কে মিনি পাকিস্তান বানায় গেছেন, মুক্তি যোদ্ধা “মেজর জিয়া” দেখেছেন, মুচকি হেসেছেন এবং ১৯৭৫ সালের পূর্ণ বেনিফিশিয়ারি জিয়াউর রহমান, আজ ও প্রধান উপদেষ্টা জনাব ইউনূসের “রিসেট বাটনের” পূর্ন বেনিফিসিয়ারি সেই বিএনপি!
নির্বাচন দিলে বিএনপি ২৫০ আসন নিয়েও ক্ষমতায় আসতে পারে কিন্তু নির্বাচন না দেয়ার কারন বিএনপি কে কলুষযুক্ত রাখা! দেশকে রিসেট বাটনে ১৯৭১ এর আগে নিয়ে হয়তো নির্বাচন দিবেন এবং বিএনপি ক্ষমতায় এসে ডঃ ইউনূসের সবকিছু ইনডেমনিটি দিয়ে দায়মুক্তি করবেন, সাথে সাথে আল্লাহ তাকে বাচায় রাখলে এদেশের প্রেসিডেন্ট ও হবেন! বিএনপির পার্লামেন্ট সব রিফর্মেশন পাশ করে নিবে! সে পার্লামেন্টে জামাত, বর্তমান প্রধান উপদেষ্টা “মাহফুজ সাহেব ” ও থাকবেন, আবার ১৯৮১ সালের মত শেখ হাসিনা কে আমরা লক্ষ লোক বৃষ্টি তে ভিজে ২০৩১ সালে বিমান বন্দর থেকে আনবো, তিনি আবার এক গাদা আহম্মক নিয়ে ক্ষমতায় আসবেন!
প্রিয় পাঠক, মার্কিন যুক্তরাষ্ট্রের বুদ্ধি বোঝার শক্তি এদেশের কিছু কলমপেশা লোকের থাকলে-ও আওয়ামী নামক বর্তমান রাজনৈতিক নেতাদের নাই! যে দেশের শিক্ষিত লোকগুলো বেশী আহম্মক, তারা What is Revolution Genocide Independence বোঝে না, একটা সরকার পরিবর্তন কে স্বাধীনতা বলে, কৌশলে সত্যি গোপন করে, মানুষ গুলো ধর্মের ধোঁকায় মাতাল হয় সে দেশের ভালো চাওয়া লোক খুঁজে পাওয়া যাবে না তারা গোলামী করবে আজীবন!
একজন আওয়ামী সমর্থক কে দেখেছি, শেখ হাসিনা কে দায়ী না করে, “দায়িত্ব প্রাপ্ত অর্গান গুলো কাজ করে না বলে তৃপ্তির ঢেকুর তুলে!
সরকার প্রধান সব, সব, সবকিছুর জন্য দায়ী! তার পরিবারে ৮ জন সাংসদ, কেউ যুবলীগ সভাপতি কেউ মেয়র ছিলেন, অকর্মা সন্দেহাতীত ভাবে! এমন কি মুজিবের মাথায় প্রসাব রবীন্দ্রনাথ জয়নুল আবেদীন কে অপমান, বেগম রোকেয়া কে মাগী গালিব জন্য শেখ হাসিনা কে-ই একদিন জবাবদিহি করতে হবে ইতিহাসের কাছে! আলবাত জবাব দিতে হবে তাদের রক্ষা করতে না পারার অপরাধী হিসাবে!