লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
শুধু ধ্বংস হয়ে যাওয়া ধূ-ধূ মাঠে ‘দলে মুষড়ে’ থাকা ইঁট পাটকেল ঘরদোর! সেখানেই ফিরে আসতেছে গাঁজার পাঁচ লক্ষ মানুষ! নাই কাপড়-চোপড় তেমন আসবাবপত্র রান্নার কোন হাঁড়িপাতিল চূলা! নাই গ্যাস লাইন বিদ্যুৎ লাইন জলের সরবরাহ! তা হলে তারা এমন অনিশ্চিত জীবনে ফিরে আসছেন কেন?
ডোনাল্ড ট্রাম্প নাকি ঘোষণা করেছেন, “তিনি গাজায় টুরিস্ট স্পট করবেন! ভূমধ্যসাগর তীরের এই ৩২০ কিলোমিটার জায়গা দারুন টুরিস্ট স্পট হবে কি বলেন পাঠক বৃন্দ!
মানুষ এত নিষ্ঠুর হয় কি ভাবে? একজন দু’জন নয়, ৫ লক্ষ লোক উৎখাত করে ভুমধ্যসাগর তীরে এর থেকে আর দারুন উপভোগ্য জায়গা কোথায় পাওয়া যাবে? এতদিন ইসরায়েল ঘাড় ভেঙেছে, সিরিয়ার পতনের পর লেবানন নিশ্চুপ, বাংলাদেশের একজন আহাম্মক সরকার পতনের পর পুরা এশিয়া টেনশনে! কি জানি আমেরিকা কোনদিক থেকে ঢুকে পড়ে,ঘাড়টা নাগালে পেলে ছাড়বে না! নিশ্চিহ্ন হামাস হিযবুল্লাহ হুতি —
বিশ্বে সবচেয়ে বড় দাঙ্গা হাঙ্গামার মুল কারন “ধর্ম!” যত বড় বড় নিষ্ঠুরতা ঘটছে সব ধর্মীয় বিভাজনের জন্য। সবার দাবী আল্লাহ ভগবান ঈশ্বর একজন, তা হলে ৪৩০০ ধর্ম কেন? বিশ্বে ৮০০ কোটি মানুষের ভিতর ২০০ কোটি মুসলমান, ২৩% মুসলমান ০.২% ইহুদিকে মোকাবিলা করতে পারে না কেন? প্রায় ৫৭ টা মুসলমান দেশ, ১ টা মাত্র ইহুদি দেশ মোকাবিলা করতে অক্ষম কেন? কেন বড় শক্তিশালী দেশ গুলো ফিলিস্তিনের প্রতি নিষ্ঠুরতম আচরণের প্রতিবাদ করে না, মূল কারন “ধর্ম !” দঃ এশিয়ার দেশ গুলো এত দুর্বল কেন, কারন মুসলমান আধিক্য এবং নারী শিক্ষা বিজ্ঞান শিক্ষা নাই!
বিরাট সংখ্যাক মুসলমান মনে করে আকাশে তাদের জন্য ঘর প্রস্তুত, সেখানে বেহেশতের সাথে এমন যোগাযোগ আছে যাতে সেখানে সুখ আর সুখ,কোন মতে মসজিদে ইমামতি করে দিন পারলে হলো! কেউ একটা মাদ্রাসা একটা মসজিদ একটা কবরস্থান করতে পারলেই বিরাট দানবাক্স খোলা হয়ে গেলো! অথচ কুরআনে দানের জন্য যা বলা হয়েছে সেখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান নাই! ধর্মের যে বড় অংশ জুড়ে আছে মানবতা মনুষ্যত্ব তা তারা জানেনই না! মনগড়া ধর্মপ্রচার করে মানুষ কে গোমড়া করছে,
তাই মুসলমান শক্তি সঞ্চয় করতে পারছে না!
একই মুসলমানের ভিতর শিয়া সুন্নি ওহাবি কাদিয়ানী প্রায় ৩১ টা গ্রুপ করে রেখেছে! কুরআন অর্থ শিখে না আড়াইশো বছর পরের হাদিস মুখস্থ করে নতুন নতুন ফতোয়া দিয়ে জটিল থেকে জটিল করে ফেলেছে ইসলাম ধর্মটা!
প্রিয় পাঠক, কাউকে জোর করে উৎখাত, কোন জাতিকে জবরদস্তি তাড়িয়ে সেখানে প্রমোদ ভবন বা সাগরের ঢেউ উপভোগ উদাম-দিগম্বর নারী-পুরুষের আনন্দ করার খায়েস মানবতা বিরোধী! একটা পাখীর নীড় আছে ইঁদুরের ও বাস করা গর্ত আছে কিন্তু গাজা বাসীর ধ্বংস স্তুপ ছাড়া কিছু নাই! তারা জানে তাদের মেরে ফেলা হবে তবু তারা ফিরে আসছে জীবন দিতে কারন ফাঁকা থাকলে প্রমোদ ট্যুরিস্ট স্পট দ্রুত হবে! ইসরায়েল মন্ত্রীরা গাঁজা বাসীদের পশু বলে ছিলেন, ডোনাল্ড ট্রাম্প কি তেমন ভাবেন! আগেই বলেছি, “ধর্মীয় বিভাজন” বিশ্বের বড় বিভাজন! গাজা থেকে ৫ লাখ মানুষ সরাতে অনেক মানবতা বিরোধী কাজ করতে হবে, EVACUATION কে জাতিগত নির্মূল বুঝায়! জেনেভা কনভেনশনে জোর করে উৎখাত নিষিদ্ধ!
প্রায় ৫.১৬৬ মিলিয়ন “ফিলিস্তিন বাসী’, অনিশ্চয়তায় ৫.৩৪ মিলিয়ন “লেবানন বাসী” চিন্তিত আরবীয় ২৪ টা দেশ, একজন “বাশার আল আসাদের” পতনে বন্ধ হয়ে গেছে হামাস সহ সব যোদ্ধাদের আশা ভরসা! ঢুকে গেছে ইসরায়েল সিরিয়ার এক দ্বীপ দখল করে লেবাননের কাছাকাছি — গ্লোবাল পলিটিক্স বড় কঠিন!