লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
ইসরায়েলের নেতানিয়াহু ২০ শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেয়ারে বসার আগেই ইমরানকে আক্রমণ করতে চায়! কেউ কেউ মনে করে এটা "বাইডেন স্যারের " শেষ কর্মটি প্রদর্শন, তিনি হয়তো গ্রীন সিগনাল দিয়েছেন! মোটামুটি সারাবিশ্বে বাইডেন প্রশাসন ব্যর্থ, ইউক্রেনে জয়লাভ দেখে যেতে পারেন নাই, তুরস্কের এরদোয়ান কে ক্ষমতাচ্যুত করতে পারেন নাই, মধ্য প্রাচ্য থেকে ঢাল-তলোয়ার নিয়ে দেশে ফিরতে হয়েছে! যেসব দেশে মার্কিন সেনা আছে যেমন -- বাহরাইন ইরাক, তারা সেনা ও ঘাটি ত্যাগ করার কথা অনেক আগে নির্দেশ দিয়েছেন! সবচেয়ে বেশী অস্ত্রসস্ত্র ও সেনা আছে বাহরাইনে! সৌদি যুবরাজ সালমান কে বাগে আনতে পারেন নাই! আরব আমিরাত সৌদি বাদশাহর সঙ্গ ছাড়ে নাই! আমীরাত ও বাংলাদেশ কে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্হাপন বন্ধ করতে পারেন নাই, দুটো এশিয়ান দেশ ইউরেনিয়াম আমদানি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত অতএব দু'টো দেশের ই পরমাণু শক্তিধর হওয়ার সম্ভাবনা প্রচুর, যদি-ও বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত! তারা এখন পাকিস্তানের পরামানিক বামা আছে, আমাদের আর কি দরকার এমন মানসিকতা প্রকাশ করেছেন একজন বিশ্ববিদ্যালয় পড়ানো পন্ডিত, তিনি গোটা বিশ পরমাণু বোমা ধার করে এনে ভারত মুখী স্হাপন সাজেশন ও দিয়েছেন!
ইয়েমেন হুতি, ইরাক বাহরাইন ও লেবাননের হিযবুল্লাহ কে সোজা করে ক্ষমতা ছাড়তে পারলেন না! এমন বিদেশ পলিসি তে ব্যর্থতা প্রচুর! তবে ---
পাকিস্তানে, বাংলাদেশে, সিরিয়ায় বিরাট সফলতা পেয়েছেন! সিরিয়ায় বাশার কে তাড়ায়ে সারা মধ্যপ্রাচ্য কে টেনশনে ফেলেছোন ইসরায়েলকে দিয়ে সিরিয়ান দ্বীপ দখল করে নিয়ে! ল ফিলিস্তিন স্বাধীনতা মুখ থুবরে পড়েছে! হিজবুলাহ কমান্ডার নসরুল্লাহ ও ফিলিস্তিন হামাস কমান্ডার ঈসমাইল হারারি কে হত্যা করতে পেরেছেন! লেবানন স্বাধীনতা হারাবার ভয় পাচ্ছে!
তাইওয়ান চীন যুদ্ধ লাগাতে পারেন নাই তবে প্রচুর অস্ত্র গোলাবারুদ যুদ্ধ বিমান বিক্রি করতে পেরেছেন চীন আক্রমণ জিকির তুলে। বিরাট অস্ত্র বিক্রি হাত ছাড়া করেছেন সৌদি আরবে। সারা বছর মার্কিন বিক্রিত অস্ত্রে ৩৭% কিনতো সৌদি আরব, ১৭% মিশর, ১৩% আমীরাত, কুয়েত কাতার এসব ব্যবসা হারিয়েছেন!
বাংলাদেশে ১৯৭১ থেকে ওঁৎ পেতে থেকে অপরিনামদর্শী নির্বোধ ঘুমন্ত শাসকের জন্য সাকসেস হয়েছেন! কতদূরে যাবে এ দেশের ভবিষ্যৎ তা এখন ও অনুমান করা কষ্ট সাধ্য তবে সব শেষে স্বাধীনতা হারানো বা গৃহযুদ্ধ অসম্ভব কিছু না! যে দেশের স্হল সীমান্ত প্রায় ৪,৩৭১ কিলোমিটার দুদেশের সাাথে, দু-দেশের সেনা সীমান্তে অবস্থান (আরকান/ মিয়ানমার ও ভারত)
সে দেশের ভবিষ্যত এক নিমিষে বলা যায় না!
প্রিয় পাঠক, আমার বিষয় ছিলো দ্রুত ইরান আক্রমণ করতে পারে ইসরায়েল! তার কারন ১. ট্রাম্প চান বিশ্বে পরমাণু যুদ্ধ এড়াতে এবং ইরানের সাথে পরমাণু আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনার!
২. একথা সত্যি গত বছর তারা আফ্রিকা থেকে পরমাণু অস্ত্র কাঁচামাল ইউরেনিয়াম কিনেছে ৩০০ কেজি (পরিমান নিয়ে সন্দেহ আছে)! এবং দ্রুত ইরান ইউরেনিয়াম সরবরাহ বাড়াচ্ছে তাতে সিআইএ মনে করে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে শুধু আন্তর্জাতিক স্বীকৃতি বাকী তাই ট্রাম্প আসার আগেই তা ধ্বংস করে দিতে চায়! এর এই সাহস ও পথ তৈরিতে ভুমিকা রয়েছে সিরায় বাশার ও বাংলাদেশে নির্বোধ শাসকের পতনে!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।