লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
দেবতারা বোঝে নাই নারীর মন
শ্রীকৃষ্ণের বোঝা উচিত ছিলো যার প্রেমিকা ছিলো ডজন ডজন!
ইংরেজ রা কেমনে বুঝলো,
একই মানুষ, কাউকে বললো MAN কেউ কেন WOMAN?
আসল কথায় আসি, আপনি জীবন যৌবন অর্থবিত্ত গাড়ীবাড়ী সব সহধর্মিণীর উপর ছেড়ে দিবেন, তিনি প্রতিবেশী মহিলাকে বলবেন, “আর বলবেন না দিদি, সে তো সংসারের দিকে ফিরে তাকায় না, গেঞ্জি তোয়ালে টা ও আমার কিনে এনে দিতে হয়, সে একটা সরকারের ভাল গোলাম! সংসারী লাইভ পার্টনার না, ঘর করলো না কোনদিন! ”
যে পুরুষ টা একপয়সাও স্ত্রীর হাতে দেয় না, সহধর্মিণীর বেতন টা পেলেই পুরুষ ব্যাটা নিয়ে নেয়, চাল ডাল লবন মরিচ নিজ হাতে কিনে দেয়, মাঝে মধ্যে কিছু কম পড়লে মহিলা কিনতে বললেই হিসাব লয়, স্ত্রী পেনশন পেলে ও কিভাবে পুরুষটার একাউন্টে টাকাটা মাসিক চলে যাবে সে ভাবে ব্যবস্হা করে রাখে, সে মহিলা প্রতিবেশী মহিলাকে চা খেতে খেতে বলে, “আর বলবেন না, আমার হাতে তো এক পয়সা দেয় না কোনদিন, চালডাল মেপে দেয়, জীবনেও বাইরের হোটেলে খেলাম না, আমার হাতের পাক নাকি ভাল তাই সোনার গা, শেরাটন, পূর্বানী, হোয়াইট হাউজের চেহারা দেখালো না, হজ্ব যাবে একাই, বলে হজ্ব একজনের উপর ফরয, অহেতুক পয়সা খরচ মহিলার পিছে, আর আমার চাকুরির কথা বলছেন, বেতন পেলেই হাত পেতে থাকে, বেতনের স্লিপ চেক করে!
বুঝলেন, নারীর এদিক ওদিক দু’দিকে কাটে!
আসুন একজন বিশ্ব খ্যাত মহিলা চরিত্র চিনুন।
ইনি আমেরিকার ” মণিকা লিওনি স্কি” যিনি ২১ বছর বয়সে তার ব্যবহারে হোয়াইট হাউজের একজন কেরানি হয়েও প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মাথা খেলেন এবং তাকে Sex scandal এ জড়িয়ে গদিচ্যুত করার ৯৯% কর্ম সমাধান করেছিলেন।
তিনি স্বইচ্ছায় ক্লিনটন কে Orall Sex এ সংঘ দিলেন তা-ও মাত্র ৫/৬ সিটিং!
তারপর তিনি আদালতে অভিযোগ আনলেন, Monica Story বলে এর মধ্যে একটা বই লিখলেন, হাজার হাজার কপি বিক্রি হয়ে গেলো, তিনি ১.৫ মিলিয়ন ডলারের মালিক হয়ে গেলেন শুধু বই বেঁচে!
এদিকে ক্লিনটন জাতির উদ্দেশ্য ভাষন দিলেন ঘটনা অস্বীকার করে, তার সুন্দরী স্ত্রী বিশ্ব খ্যাত ‘হিলারি ক্লিনটন’ বললেন, “has been conspiracy against my husband since the day he announced for President! ” স্ত্রী সঙ্গ দিয়েছেন তার চরিত্রের, তারপর ও শেষ রক্ষা হলো না, F B I মণিকার অফিস ড্রেস চেক করে আলামত পেলেন, প্রেসিডেন্টের impeachment হয় হয় তখন “ক্লিনটন” সত্য স্বীকার করলেন এবং সিনেট সত্য বলার জন্য তাকে ক্ষমা করলেন, প্রেসিডেন্ট পদ বহাল রইলো। শুনেছি তখন কার জার্নালে, প্রেসিডেন্ট পদ ঠেকাতে যত কষ্ট করতে না হয়েছে ক্লিনটনের সহধর্মিণী ‘হিলারি কে” মানাতে, সংসার টিকাতে তার চেয়ে বেশী কষ্ট করতে হয়েছে। ১৯৯৮ সালে সারা বিশ্বে এটা ছিলো মানুষের মুখে মুখে।
অনেকগুলো নারীচরিত্র টেনে এনেছি, বিশ্লেষণ করবেন এবং বুঝে বিয়ের পিড়িতে বসবেন!