লেখকঃ অথই নূরুল আমিন।
আজকে ১০. ২. ২০২৫ তারিখ চলে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)র একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বিএনপির প্রতিনিধি দলের সাথে বলেছেন। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মিডিয়াকে জানিয়েছেন। আগে হবে স্থানীয় নির্বাচন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন তারা মানবেন না।
প্রধান উপদেষ্টা যা বলেছেন। তা এই দেশের জনগণ মানবে কি করে?
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর জনগণকে তারা বলেছেন। বেশকিছু বিষয় সংস্কার করতে হবে। এবং যথারীতি সংস্কার কাজ চলছে। বেশকিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অনেক কমিশন সবেমাত্র কিছু সংস্কার জমা দিয়েছেন। তা নিয়ে পরবর্তী আলোচনা পর্যালোচনা এখনো বাকি আছে।
এদিকে বতর্মান সরকার আসার পর থেকে স্থানীয় সরকারের অধিনস্ত সকল প্রকার জনপ্রতিনিধি কর্ম থেকে বিরত রয়েছেন। স্থানীয় নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়। তাহলে পার্লামেন্ট মেম্বারগণ অর্থাৎ এমপি মন্ত্রীগণ তারা বিভিন্ন প্রকল্প বন্টন করবেন কার মাধ্যমে?
এমপিগণেরা মূলত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এই ধরনের জনপ্রতিনিধি নিয়ে সমাজ উন্নয়ন দেশ উন্নয়নের কাজগুলো সমাপ্তি করে থাকেন।
বিশেষ ভাবে চিন্তা করলে দেখা যায়। বতর্মান স্থানীয় সংস্কার কমিশনের পরামর্শ গুলো একটু সংশোধন করে সর্বপ্রথম স্থানীয় নির্বাচন প্রথম দেয়া দরকার। কেননা স্থানীয় সরকার নির্বাচন কমিশন বতর্মান সরকারের কাছে যে পরামর্শ উপস্থাপন করেছেন। কোন দলীয় সরকার ক্ষমতায় আসার পর এই পরামর্শ নাও মানতে পারে। কোন দলীয় সরকার ক্ষমতায় এসে যদি বতর্মান সরকারের কোন পরিকল্পনা বাস্তবায়ন না করে। তাহলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
দেশের মানুষের ভরসাস্থল অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের প্রতি বিশ্বাস ভেঙ্গে যেতে পারে। তাই বতর্মান সরকারের উচিৎ হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া। তারপর জাতীয় নির্বাচন দিয়ে বতর্মান সরকারের বিদায় নেয়া। আমি মনে করি সবচেয়ে সুন্দর হবে স্থানীয় সরকার নির্বাচন সবার আগে দেয়া। বতর্মান সরকারের কাছে আবেদন এই যে নির্বাচন যেটাই আগে দেন না কেন, আগে জনগণের কিছু কল্যাণ করে যান। তা না হলে আপনাদের বদনাম থেকেই যাবে।
=======================
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।