লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আওয়ামী লীগের ছাত্র সংগঠন 'ছাত্রলীগ' কে নিষিদ্ধ করা হয়েছে! "মেঘনাদ বধ " কাব্য যারা পড়েছে তারা জানেন সন্তান মেঘনাদ হত্যা হওয়ার পর পিতা রাবণের বিলাপ! যতটুকু কাব্যের মুখস্থ আছে তার থেকে দু'লাইন তুলে দিলাম!
"ফুলদল দিয়ে কাটিলা কি বিধাতা শাল্মলী তরু বরে -------------- বনের মাঝারে যথা শাখা দলে আগে একে একে কাঠুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষ, হে বিধাতঃ, এ দুরন্ত রিপু তেমনি দুর্বল, দেখ, করিছে আমারে নিরন্তর! হব আমি নির্মূল সমূলে এর শরে!"
প্রিয় পাঠক, ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলর এ্যাসেম্বলি কক্ষে মুজিবের হাতে ছাত্রলীগ জন্ম নেয়! সে ছাত্র সংগঠনের সাহসীকতা কর্ম সততায় আস্হা ও সমর্থন ছিলো মাওলানা ভাসানী, মাওলানা তর্কবাগীশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুজিব সহ অনেকের!
১৯৫২ ' র ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন (যে ৬দফা পড়ে আইয়ুব খান বলেছিলেন, এটা তো বিছিন্ন আলাদা দেশের প্রস্তুতি), ১৯৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলন ও গনঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে ছাত্র লীগ অসহযোগ থেকে যুদ্ধ করেছে অকুতোভয় দুঃসাহসী সৈনিকের মত!
আমি ৬ষ্ঠ শ্রেনীতে পড়ার সময় ততকালীন কয়েন দুই আনার টিকেট কেটে ছাত্রলীগ সদস্য হয়েছিলাম আমার স্কুলের প্রধান শিক্ষক 'শামসুদ্দিন আহমেদ' এম,এ এর হাত ধরে যিনি ছিলেন 'মুজিবের' অত্যান্ত স্নেহভাজন! একসময়ে কোন একটা শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম! তখন ডাক দিলে হাজার ছাত্র কোন নেতার মিটিংয়ে যাওয়ার মিছিলে যেতে প্রস্তুত হয়ে যেতো! সেই শক্তিতে পয়সা আয় করা যায় তা তখনকার কোন ছাত্র সংগঠন ভেবে দেখে নাই!আমাদের বাবার পয়সায় রাজনীতি করতে হতো!
কয়েক বছর আগে এক ছাত্র সংগঠনের নেতাকে দেখেছি ব্যাংকক "এ্যাম্বেসেডর ফাইভ স্টার হোটেলে" রোজ ২৪ হাজার টাকা ভাড়ায় আমার দুই ফ্লোর নিচে থাকতে! আবার একই ট্যুরে তার সাথে মোলাকাত হয়েছে ইন্দোনেশিয়া! আলাপ হয়েছে আর ভেবেছি আমরা ছাত্র জীবনে কত বোকা ছিলাম! কথা আগে কোন প্রবন্ধে বলেছি হয়তো!
প্রিয় পাঠক, আমি লিখতে গেলে লাইনচ্যূত হই, আমার বিষয় ছাত্রলীগ নিষিদ্ধ! সেই মুজিবের হাতে ১৯৪৮ সালের জানুয়ারি তে গঠিত "ছাত্রলীগ ২০২৪ সালে অক্টোবরে বিশ্বের ৫০০ শক্ত ঈমানের মুসলমান তালিকায় অন্তর্ভুক্ত ৫০ নাম্বার মুসলমান বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের হাতে নিষিদ্ধ হলো ৭৬ বছর বয়সে!
ইতিহাস, প্রকৃতি, ভগবান সবসময় নীরবে মেনে নেয় সব কিছু কিন্তু একদিন সে বিস্ফারিত হয় যা দেখে কেউ শেখে না! আওয়ামী সরকারের সবচেয়ে বড় ভুল ছিলো বার বার " "জামাতে ইসলাম" নামক রাজনৈতিক দল কে নিষিদ্ধ করা! একক রাজনীতি করলে জামাত হয়তো একদিন বিএনপি র জায়গায় বিরোধী দল হতো, বিএনপির প্রতিদ্বন্দ্বী হতো বা কোন সময় ক্ষমতায় আসতো, এটাই ছিলো এদেশের বাস্তবতা কারন doctrine of necessity avoid করা যায় না ! আমার ব্যক্তিগত চিন্তা বললাম!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন। ধর্ম আপনাকে তখনই পথ দেখায় যখন আপনি মনে প্রাণে ধার্মিক হন, লোক দেখানো শো ধর্ম করে কোন ফল পাওয়ার আশা বোকামি!