মোঃ আহ্সান কবির রিজওয়ান
সময়টা কতটুকু? একদিন সবাইকে মরতে হবে। এতটুকু সময়ে আমরা সমাজের জন্য কি করতে পেলাম? ইমান আনতে গেলে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নেই। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো একটি ইবাদত। রাসূলে পাকের 'হিলফুল ফুযুল' আমাদের অজানা নয়। হতে পারে আপনার আজকের ছোট্ট একটি মহাত্ব কাজ পরকালে আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আমাদের সবাইকে মিলেমিশে ঐক্য থাকতে হবে, বিপদে-আপদে সবার পাশে থাকার জন্য 'সমাজচেতনা ফাউন্ডেশন, মিঠাপুকুর, রংপুর। স্থাপিত: ১৬/১২/২০২৪ ইং' আমরা প্রতিষ্ঠা করতে পেরে আনন্দিত। হিন্দু-মুসলিম আমরা সবাই চলুন এই ফাউন্ডেশনকে সাহায্য-সহযোগিতা করি তাতে করে পিছিয়ে পরা মানুষগুলো বাঁচতে শিখে, নিজের উপর ভরসা করতে পারে। মানুষ মানুষের জন্য, এক ফোঁটার মত আপনাদের সেই অবদান একত্র করলে সারা বাংলায় ফুলের সুভাষের মত ছড়িয়ে দেওয়া যাবে। আমাদের এখান থেকে আমরা যা যা কর্মসূচি পালন করতেছি
১, বৃক্ষরোপণ
২, এতিম শিশুদের খাদ্য ও বস্তু দিয়ে সহযোগিতা
৩, পাঠাগার স্থাপন
৪, নলকূপ স্থাপন
৫, মেডিকেল চেক-আপ ও রক্ত দান
৬, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা
৭, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ কার্যে সহযোগিতা ইত্যাদি।
যাঁরা যাঁরা সাহায্য-সহযোগিতা করতে চান ০১৯০৯৯৮১৪২৮ (বিকাশ) ও ০১৭০৩১৩৪১৬৮ (নগদ) অথবা শালমারা, মিঠাপুকুর, রংপুরে যোগাযোগ করতে পারেন।