বারবার চেয়েছি ফিলিস্তিনের বিষয়টা নিয়ে কিছু লিখতে। চেয়েছি এই মর্মান্তিক ও জর্জরিত সত্যিটাকে তুলে ধরে মুসলিম মিল্লাতের প্রতিটা হৃদয়ে ঈমানী চেতনা জাগাতে। চেয়েছি কমপক্ষে কলম চালিয়ে জিহাদে অংশগ্রহণ করতে কেননা হাকিকী জিহাদে অংশগ্রহণ করতে আমাদের হৃদয় অক্ষম।
পেশাদারিত্বের নামে ‘স্ক্রিপ্ট রাইটার হিসেবে’ আজ আমাকে সেই গল্প লিখতেই হলো সেই করুন কাহিনী! মুসলমানদের পূর্বের কেবলা আজ রক্তাক্ত আর ফিলিস্তিনের নিরীহ, অসহায় মুসলিম মিল্লাত আজ খুবই আক্রান্ত। একের পর এক মৃত্যুর-প্রতীক্ষায় শুয়ে থাকা আত্মারা না খেয়ে রোজা রেখেছে, তাদের ইফতারি ও শূন্য আর আর এদিকে আমাদের বিবেক এখন জাগ্রত হয়নি। তবে কি আমরা তাদের মত মুসলিম না? প্রশ্ন জাগে এটা।
কিবোর্ডে হাত চালিয়েছি ঠিকই, কিন্তু প্রতিটি শব্দের সঙ্গে বুকের ভেতর যেন কেউ পাথর বসিয়ে দিচ্ছিল। প্রতিটি লাইন লিখতে গিয়ে মনে হচ্ছিল, আমি নিজে যেন সেই ছোট্ট ছোট্ট বোনদের শাহাদাতের সাক্ষী। আমি যেন নিজেই অনুভব করছি সেই অমানবিক যন্ত্রণা যে যে হাজার হাজার মানুষ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারা গিয়েছে। হে মুসলিম মিল্লাত এই দৃশ্য দর্শনে তোমরা কি আল্লাহর সামনে এর হিসাব দিতে প্রস্তুত?যদি আল্লাহ কেয়ামতের মাঠে প্রশ্ন করে বসে ফিলিস্তিনে যুদ্ধ হয়েছিল তোমরা কি ভূমিকা পালন করেছিলে? তখন আমরা স্তব্ধ হয়ে যাব? তাই নিজের ঈমানকে জাগিয়ে তোলো।কেননা মুসলমান ঘরে বসে থাকার জাতি না।
আর ফিলিস্তিন যেখানে অনেক নবীগন শুয়ে আছেন সেই পাকভুমির এই মর্মান্তিক দৃশ্য লেখার শেষ শব্দটা টেনে দিতেই বাম হাতটা কিবোর্ড থেকে সড়ে গেল। মনে হলো, কিবোর্ড থেকে শুধু হাত নয়, আমার সমস্ত শক্তি, আমার সমস্ত বিশ্বাসও পড়ে গেল কেনো মুসা নবীর ভূমি আজ রক্তে রঞ্জিত ??? নিজেকে আর ধরে রাখতে পারলাম না। একদিন দরজা বন্ধ করে ভোররাতে জায়নামাজে ফিলিস্তিনবাসীর জন্য আমি কাঁদলাম। আমাদের শুধু তাজবি হাতে এখন বসে থাকার সময় নাই যে যার স্থান থেকে প্রতিবাদী আওয়াজ তুলো! প্রয়োজনে সিংহের গর্জনে বাংলার আকাশ পাতাল ভারী কর যেন প্রতিটা ইসরাইলের মনে ভূমিকম্প সৃষ্টি হয়।
কিন্তু আমি জানি, এই লেখা লিখতে গিয়ে আমার হৃদয়ের প্রতিটি কোণা কতটা ক্ষতবিক্ষত হয়েছে যে আমি মুসলিম হিসেবে ব্যর্থ।
কিছুই করতে পারলাম না আমার পবিত্র ভূমি ফিলিস্তিনের জন্য।
আমি জানি, একেকটা শব্দের সঙ্গে আমার চোখের পানি মিশেছে, মনের ভেতর সঞ্চিত রক্ত ক্ষরণ হয়েছে ফিলিস্তিনের প্রতিটা আহত নিহত মানুষের জন্য
তোমরা কি আমাকে ক্ষমা করবে হে ফিলিস্তিননাসী?
হে মুসলিম মিল্লাত আমি ভালো নেই আজ
কারন আমার মুসলিম দেশ রক্তে মাখা আজ।
ক্ষমা করিও তোমরা আমায় হে ফিলিস্তিনবাসী!
বারবার মনে ভেসে ওঠে এ কথাটা
মাতা নাসরুল্লাহ।
মাতা নাসরুল্লাহ।
মাতা নাসরুল্লাহ।