শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ হাসিনা নয়!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বর্তমান সরকারে কি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই? আইন-কানুন বোঝার মত কেউ নেই?
সংবিধান পড়ে বোঝার মত কেউ নেই?
আইন আর সংবিধান এক না তা বোঝার মত মস্তিষ্ক ওয়ালা লোক নাই নাকি প্রধান উপদেষ্টা ডঃ ইউনূসের কথিত মাস্টার্স মাইন্ড “মাহফুজ আলম” যা বলে তা মেনে নিতে হয়?
একটা রাস্ট্র যতদিন থাকে রহীম করীম রাম যদু মধু খালেদা হাসিনা শাহবাজ শরীফ মিঃ মোদি বাইডেন ট্রাম্প কেউ না কেউ ধারাবাহিক দেশ চালানোর ম্যন্ডেড পান, কিন্তু জর্জ ওয়াশিংটন, গান্ধী, জিন্নাহ, মুজিব সেই দেশের জন্য একজন যাকে সংবিধান স্বীকৃতি দেয়
You have no Right to delete HIM ! উল্লখিত ব্যক্তিগন জাতির জনক, স্থপতি! তারা সারাজীবন জেল-জরিমানা জুলুম নির্যাতন কারাভোগ সহ জীবনের অনিশ্চয়তার ভিতর একটা দেশকে স্বাধীনতা এনে দেন, আপনি কলমের খোঁচায় তার নাম নিশানা মুছে দিতে পারেন না! এসব মানুষ আপনাদের মত চাকুরীর কোটা চাইতে এসে মন্ত্রী হন নাই! আমরা বার বার লিখি ৫ ই আগষ্ট কোন REVOLUTION, GENOCIDE, INDEPENDENCE স্বীকৃতি দেয় না বিশ্বের তাবত Political science scholar রা। তাদের লেখা বই পত্র!
আপনারা “Reset push button formula, সংবিধান সংশোধন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, জাতির জনক মানেন না, ১৯৭১ এর মুক্তি যুদ্ধের স্বাধীনতা বিশ্বাস করেন না, ‘৭২ এর সংবিধান মানেন না! এ সংবিধান ডঃ কামাল, ব্যারিস্টার আমীরের মত লোকেরা মুজিব মোজাফফর মণি সিং দের মত লোকের তত্বাবধানে লেখা যেখানে আরও শত ব্যারিস্টার সংযুক্ত ছিলেন!
ছাত্র লীগ নিষিদ্ধ করেছেন, ৭৫ বছর বয়সী স্বাধীনতা আনা আওয়ামীলীগ কে নিষিদ্ধ করতে চান, ১৯৭৫ সালে ও কিন্তু খন্দকার মোশতাক আওয়ামীলীগ নিষিদ্ধ করেন নাই, ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়া বিমানবন্দরে সেনা পুলিশ পাঠান নাই শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করতে!
কবে মুক্তি যোদ্ধাদের বিচার শুরু করবেন তা নিয়ে আমরা শঙ্কিত!

আপনারা “মুজিবের” ছবি দেয়ালে ঝুলানো পিছে রেখে শপথ নিলেন, এখন তার ছবি মন্ত্রণালয় থেকে, দরবার হল থেকে নামিয়ে ফেলা শুরু করেছেন। একজন মাহফুজ আলম বলছেন, আপনারা তা অনুসরণ করছেন, আপনারা কি সংবিধানের ‘৪ এর ক’ পড়ে দেখেন নাই। আপনাদের আসিফ নজরুল সাহেব না কি বিশ্ববিদ্যালয়ে আইন পড়াতেন, তাকে বলুন তিনি যথাযথ ব্যখ্যা দিবেন! কেউ কথা বলছেন না উপদেষ্টা পদ হারাতে চান না, জীবনে যা ভাবেন নাই তা পেয়ে গেছেন একটা বোকা সরকারের জন্য! মুজিবের স্ট্যাচু ভাঙা, রবীন্দ্রনাথের স্ট্যাচু ভাঙা, বেগম রোকেয়া কে ‘মাগী’ বলা, জাতির জনকের মাথায় প্রসাব করা, ৩২ নাম্বার ধানমন্ডি যাদুঘর পোড়ানো, মুজিবের কথা বললে তার কাপড় খুলে নেয়া,
আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না, ‘প্রকৃতি’ বাড়াবাড়ি ক্ষমা করে না, ইতিহাস ভুগোল ও কি জানেন না, শোনেন নাই, চীনে এক কোটি চড়াই মেরে ফেলা হয়েছিলো ফসল খায় বলে, পরবর্তী বছর দুর্ভিক্ষে ৪ কোটি লোক মারা গিয়ে ছিলো যার দাফন কাফন দেয়ার লোক ছিলো না! প্রকৃতির প্রতিশোধ —-
জাতির জনক কোন রাজনৈতিক পদ নয়, সংবিধান স্বীকৃত সারাবিশ্বের স্হপতিরা! একদিন ইতিহাসের কাছে জবাব দিহি করতে হবে, হতে পারে সংবিধান ভঙের জন্য এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান করার জন্য One day you must have to face TRIAL!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন! সৃষ্টি কর্তা কে ভয় করেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102