লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমরা বাঙালি, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান সমন্বয় একটা দেশ, আমরা ২৩ বছর সংগ্রাম করে ৯ মাসের যুদ্ধের পরে স্বাধীনতা পেয়েছি! এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিলো সারাবিশ্ব দু-ভাগে বিভক্ত হয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি ছিলো শত ভাগ! মাঠে যেমন যুদ্ধ হয়েছে তেমনি ঠান্ডা যুদ্ধ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, বার-বার সোভিয়েত ইউনিয়ন কে বাংলাদেশের মত ক্ষুদ্র একটা দেশের পক্ষে ভেটো প্রয়োগ করতে হয়েছে! বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশ আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলো! এমন কি কাছাকাছির দেশ শ্রীলঙ্কা পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার সাহায্য করে নাই! পাকিস্তান প্রচার চালিয়েছে বিছিন্নতা বাদী আন্দোলন বলে, দুষ্কৃতকারী হামলা বলে, কিন্তু বিশ্ব তা বলতে পারেনাই, মেনে নেয় নাই, কারন বিশ্বে বাংলাদেশ একমাত্র দেশ যা মহা নিয়মতান্ত্রিক ভাবে ভাষা রক্ষা, বঞ্চনার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন, সামরিক সরকারের অধীনে নির্বাচন করে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পাকিস্তানের ঘাড়ে বন্দুক রেখে স্বাধীনতা ঘোষনা করেছে এবং আক্রান্ত হয়ে, রক্ত দিয়ে পাকিস্তানের পৈশাচিকতা বিশ্বকে দেখিয়ে যুদ্ধের ডাক দিয়েছেন “লিডার অফ দ্যা নেশন!”
প্রিয় পাঠক, দেশ থাকলে রহীম উদ্দিন কলীমুদ্দিন রাম শ্যাম ক্ষমতায় এসে যেতে পারেন! গনতন্ত্রের গুন থেকে দোষ একটা বেশী! তাছাড়াও এশিয়ার দেশগুলো তে ষড়যন্ত্র ক্ষমতায় আসার একটা বড় মাধ্যম। আমাদের দেশে বিগত সরকার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ২৯ মিলিয়ন ডলার নিয়োগ করেছে যা সেই দেশের বর্তমান প্রেসিডেন্ট নিজ মুখে ফাঁস করেছেন!
সে যাহক, বর্তমান সরকারের ভিতর কি কোন জ্ঞানী রাজনৈতিক নেতা নাই, যিনি কূটনীতিক শিষ্টাচার বোঝেন?
“তুলসী গ্যাবার্ড” সারা বিশ্বে একটা বিরাট রোল প্লে করছেন কারন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান! তিনি বাংলাদেশে সংখ্যা লঘূ নির্যাতন হয়েছে বা হচ্ছে বলাতে কি তাকে বালখিল্যতায় প্রতিত্তোর করতে হবে? কোন না কোন কেউ তাকে “ধান্দা বাজ” বলেছেন বলে আমেরিকার T B N নিউজ করেছে এবং টক শোতে ও আলোচনা হয়েছে! অফিসিয়াল জবাবটা ও কোন wise হয় নাই, অনেকটা মারদাঙ্গা হয়েছে যেমন টা ক্ষমতায় এসেই ইতিহাস ভুগোল মানচিত্র না জানা উপদেষ্টারা ভারতের সেভেন সিস্টার অস্হির করে দেবো, চিকেন নেক বন্ধ করে দেবো, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মিটিং করে আহাম্মক এক বক্তা বলেছেন, “হুকুম দিলে একঘন্টায় পশ্চিম বাংলা —-
বিশ্ববিদ্যালয় পড়ানো শিক্ষক বলেছেন,” পাকিস্তান থেকে গোটা বিশ পরমাণু ওয়ার হেড লোন এনে ভারত মুখী পেতে রাখলে ভারত ঠান্ডা হয়ে যাবে!”
এমুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে!
পাকিস্তানের I S I আনাগোনা বাড়ানো হয়েছে! পাকিস্তান বিশ্বের একমাত্র ধর্মের দোহাই দিয়ে প্রতিষ্ঠিত মুসলমান রাস্ট্র সেই দেশের রাস্ট্র দূত কে নিয়ে একজন উপদেষ্টা একসাথে পাঁচতারা হোটেলে খেয়ে নাচগান উপভোগ করেন এবং পাকিস্তান রাস্ট্র দূত নারী কোলে বসায় উপভোগ করেছেন নির্লজ্জ ভাবে!
সারা বিশ্ব বাংলাদেশ নিয়ে এক পয়েন্টে একমত যে বাংলাদেশে সন্ত্রাসের চাষ হচ্ছে এবং মৌলবাদের খপ্পরে পড়েছে! সরকার মৌলবাদ কে পৃষ্ঠপোষকতা করেছে এমন অভিযোগ সবদেশের!
কি বলেছেন দেশ প্রেমিক “সেনাপ্রধান” “প্রধান উপদেষ্টার” সাথে দেখা করে? কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট? কি বলেছেন তুলসি গ্যাবার্ড ও ডোবাল দিল্লিতে “বিগত প্রধানমন্ত্রীর” সাথে দেখা করে?
বেখবর আমরা, আমাদের বর্তমান সরকার,
“খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ শে এপ্রিল কি ঘটতে যাচ্ছে?”
বাংলাদেশে কি গৃহযুদ্ধ বাঁধতে যাচ্ছে? প্রধান উপদেষ্টা চান সব দল নির্বাচনে অংশ নিক, উপদেষ্টারা কার শক্তিতে বলেন, “আওয়ামীলীগ কোনদিন ও অংশ নিতে পারবে না?
বাতিল হচ্ছে জাতির জনক সহ কয়েকশো নেতার মুক্তি যোদ্ধার মুক্তিযুদ্ধের সনদ! তা হলে ওসমানী সাহেব ও বাতিল, তিনি তো রাইফেল নিয়ে বাংকারে ঢোকেন নাই। এগারো সেক্টর কমান্ডার ও একই দোষে দোষী!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
ইফতার করতে সুরমা লাগানো, পায়জামা পাঞ্জাবি টুপি পরা ইসলাম না! তাকওয়া পূর্ণ জীবন ই ধর্ম !