লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
বাংলাদেশ আওয়ামীলীগ পুনর্গঠন হচ্ছে! নেতৃত্বে আসছেন একঝাঁক ভালোমানুষ যারা পূর্বে অবহেলা পেয়েছেন বার-বার! এসব লোক ছোটোখাটো কারনে গুরুদন্ড পেয়েছেন চাটুকার বেষ্টিত আওয়ামী সভাপতির কাছ থেকে! আওয়ামী নেত্রী আসলে নিঃস্বার্থ দুঃসময়ের সাহসী কোন লোককে মূল্যায়ন করেন নাই বরং ক্ষুদ্র শোডাউন করা ব্যক্তিকে পুরস্কৃত করেছেন! এমন শত ব্যক্তির নাম বলতে পারবো যারা তেলবাজ, চাটুকার, লোভী, তারা মূল্যায়িত হয়েছেন রাজধানী থেকে গ্রাম পর্যন্ত! সাংসদরা ও এই নীতিমালা গলায় পরে টিপ সহি অস্ৎ জোচ্চোর মিথ্যা বাদী দের স্কুল কলেজ সভাপতি, ব্যাঙ্কের চেয়ারম্যান/ডাইরেক্টর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নমিনেশন দিয়েছেন! সাংসদ রা নিয়োগ-বাণিজ্য করেছেন আযান দিয়ে! নিয়োগ বদলি বানিজ্য নমিনেশন বানিজ্য স্বজনপ্রীতি হওয়ায় অযোগ্য হাইব্রিড দল ভর্তি হওয়ায় এবং অবাদ জবাবদিহি হীন ঘুষ বানিজ্যে “আওয়ামী নামক দল জনবিচ্ছিন্ন হয়ে যার পরিনতি এই প্রতিরোধ হীন ৫ ই আগষ্ট ২০২৪! অপরিণামদর্শীতা, ড্যাম কেয়ার ভাব, ভুল বিষয়কে বড় করে দেখা, শত্রুকে আপন আর মিত্র কে পরিহার দারুন ভাবে পরাজয়ের জন্য দায়ী!
প্রিয় পাঠক, আওয়ামী লীগের জন্ম মাওলানা ভাসানী সোহরাওয়ার্দী মাওলানা তর্কবাগীশ মুজিবের নেতৃত্বে সে দল কেন জনগণের পাশে না থেকে টাকার পিছে ছুটবে।
সে দলের সভাপতি কেন গনতন্ত্র, ন্যায় বিচার, যোগ্য অযোগ্য, চিনবেন না, কেন আমেরিকা র প্রেসিডেন্ট সেলফি তুললে ভাবে গদগদ হয়ে দিবা স্বপ্নে বিভোর হবেন? কেন ইতিহাস জানবেন না দক্ষিণ এশিয়ার তিনজন বুজুর্গ ধর্মীয় আলিমের একজন গোপালগঞ্জের “মাওলানা শামসুল হক” যিনি মুজি কে তার গায়ের কোট খুলে উপহার দিয়ে ছিলেন যা আজ মুজিব কোট বলে পরিচিত!
পাঠক, হয়তো বিগত প্রেসিডেন্ট আঃ হামিদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী, নারায়নগঞ্জের আইভি রহমান, জাহাঙ্গীর কবি-র নানক প্রমুখ আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন! হতে পারে সজিব ওয়াজেদ জয় দেশে ফিরতে পারেন! হতে পারে ব্যারিস্টার রুমি ফারহান আর-ও একজন এদের সাথে —
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
বৃটিশ আমল থেকে পাকিস্তান আমল এবং বাংলাদেশের
৫৩/৫৪ বছরে সচিবালয়ে আগুন ধরে নাই! এমন অদ্ভুত ঘটনা আর না ঘটুক! সচিবালয়ে আগুন নিয়ে লেখার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।