অথই নূরুল আমিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আজকে রাজধানী ঢাকার আদাবর থানাধীন মাষ্টার বাড়ি আরজত আলী ভবনে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উক্ত সাক্ষাৎ উপলক্ষ্যে উক্ত এলাকার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ যেন এক জন সভা মনে হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, শহীদ পরিবার মানেই তারা শোকাহত এবং পরিবারের একজন মানুষ হারানোর বেদনা খুবই মর্মাহত করে তুলে একেকটি পরিবারকে। কথায় আছে শোকাহত কোন পরিবারকে বা সন্তান হারানো কোন পরিবারকে শান্তনা দেবার কোন ভাষা আজও সৃষ্টি হয়নি।
আমি পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি, আল্লাহ্ যেন এরকম শহীদ পরিবার গুলোকে শান্তি দান করেন।
এখানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৩ আসনের (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর) এমপি প্রার্থী, মো: মোবারক হোসাইন, (বিশিষ্ট শিক্ষানূরাগী ও সমাজসেবক)
আরো উপস্থিত ছিলেনসমোহাম্মদ আল – আমীন সবুজ, আমীর, আদাবর থানা শাখা, ঢাকা মহানগরী উত্তর। মিশন ইন্টারন্যাশনাল কলেজ ও মিশন শিক্ষা পরিবারের প্রিন্সিপাল মুহাম্মদ হুমায়ুন কবির স্যার। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।