মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশ নামক রাষ্ট্র চালাতে কি কোন জ্ঞান লাগে?

Coder Boss
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

উত্তাল মার্চ মাস এখনও শেষ হয় নাই! এই মাস স্বাধীনতার মাস, এ-ই মাস গনহত্যা শুরুর মাস, এ-ই মাসে রেসকোর্স ময়দানে ১০ লক্ষ লোকের সমাগম হয়েছিলো! এই মাসে ২৩ বছরের সংগ্রাম ধূলিসাৎ হয়ে বাঙালি “বিছিন্নতা বাদী” বলে ৭ ই মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দান রক্তের বন্যা বয়ে বুড়িগঙ্গার জল লাল রঙ ধারন করতে পারতো এবং আজও বেলুচিস্তানের মত, সিন্ধুর মত, পাঞ্জাবিদের গোলামী করতে হতে পারতো “মুজিব” যদি highly talent warrior না হয়ে অসাবধানতায় পা ফেলতেন ! তিনি ২৫ শে মার্চ জীবনের ভয়ে পালায় গেলেও বাড়ী বাড়ী তল্লাশি করে আরো ৩০ লক্ষ হত্যা করা হতো (সাংবাদিক সাক্ষাৎ কার টিক্কা খান)!

প্রিয় পাঠক, ট্রাম্প ক্ষমতায় এসে ফাঁস করেছেন বাংলাদেশে সরকার পতনে ২৯ মিলিয়ন ডলার বাংলাদেশের কাকে কাকে দিয়েছেন, ভারতের সরকার পরিবর্তনে ৩১ মিলিয়ন কিভাবে দেয়া হয়েছে? এই বিশ্ব অস্হিরতা সৃষ্টি এবং মার্কিন অর্থের অপচয়ে ডোনাল্ড ট্রাম্প Very much annoyed! তাই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা C I A র কর্মকর্তাদের আগাম তিন মাসের বেতন দিয়ে চাকুরী থেকে বাদ দিয়ে বাড়ীতে পাঠিয়েছেন!
কে না জানে, বিশ্বে যত অঘটন ঘটানো পটীয়সী মার্কিন
C I A কত দশক ধরে, কত দেশের কত গনতান্ত্রিক জাতীয়তাবাদী সরকারের জীবন নিয়ে ঐসব দেশে সামরিক স্বৈরাচার কে ক্ষমতায় বসিয়েছে! এমন নামকরা গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশের রাশিয়ার G U, চীনের M S S, ইসরায়েলের “মোসাদ”, ভারতের R AW, পাকিস্তানের I S I, কিউবার D G I ইত্যাদি ! কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের C I A র মত এত রক্তা বন্যা বহানো নীতি কোন দেশের না!

উল্লেখ্য, কিউবার জাতির জনক ফিদেল কাস্ত্রো কে মার্কিন C I A ৬৩২ বার আক্রমণ করে ও হত্যা করতে পারে নাই কিউবার D G I ধরে ফেলেছে! খাবারের মধ্যে
Polonium বিষ মিশিয়ে ও মারতে পারে নাই কিউবার গোয়েন্দা সংস্থা ধরে ফেলেছে এবং কাস্ত্রো বেঁচে গেছেন! স্মর্তব্য, ফিলিস্তিনের ইয়াসমিন আরাফাত কে
ইসরায়েলের M O S A D এই বিষ প্রয়োগে হত্যা করেছিলো! প্যারিসে তার মৃত্যু দেহ পোষ্ট মার্টমে এ তথ্য পাওয়া গেছে!
প্রিয় পাঠক, আমার বিষয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা
N S I কি করেন? মুজিব হত্যার আগে খুনিরা খোলামেলা মার্কিন রাস্ট্র দূত” ফিলিপ চেরির” সাথে বার বার পরামর্শ করেছেন, মোস্তাকের গ্রামের বাড়ী এবং সেনানিবাসে মিটিং হয়েছে, মুজিব জানতে পারেন নাই! সেখানে বড় কারন ছিলো সে আলোচনায় যাবো না!

ট্রাম্পের ফাঁস করা তথ্য থেকে এদেশের বিজ্ঞ জনেরা জানাচ্ছেন, ” এদেশের যারা বাই ডেন নির্দেশে C I A এর মাধ্যমে “অপরিনামদর্শী নির্বোধ শাসক কে ক্ষমতাচ্যূত করতে টাকা নিয়েছে, ৩৫২ কোটি টাকা,
তার একজন “সুজনের বদিউল / বদরুল আলম”, একজন “অধিকারের আদিলুর রহমান”, একজন “বেলার রেদওনা!” এই সুজন অধিকার এবং বেলা মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ডিং এ পরিচালিত N G O, এরা সবাই এখন উপদেষ্টা বা সংস্কারকে পুরস্কৃত হয়েছেন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি টাকা পেয়েছেন তিনি ১০ হাজার ছাত্র প্রশিক্ষণ দিয়েছেন বলে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের টকশোতে আলোচনা হয়েছে! এই টাকা ভারতের পশ্চিম বাংলার কিছু সাংবাদিক ও পেয়েছেন মোদির স্ট্যান্ড খাটো করতে! ডোনাল্ড লু বার বার এসেছেন, পিটার হাস মাঠে নেমে পয়সা ছড়িয়েছেন, কলকাতার বাংলা বাজার সাংবাদিকরা পয়সা পেয়ে বার বার ঢাকা এসে হাসিনা বিরোধী লবিং করেছেন — মজার কথা, তখনকার সরকার জানেন না? গোয়েন্দা উপদেষ্টা মন্ত্রী সাংসদ সবাই নাকে সরিষার তেল দিয়ে ঘুম এবং ৫ ই আগষ্ট ঘুম ভেঙে পালয়ন!

পাঠক, আমার কারো উপর ক্ষোভ বিদ্বেষ বা অভিযোগ নাই! ঐ সময়কার সরকার এবং তার গোয়েন্দা আঙুল চুষে থাকলে, এমন বিরাট সরকার পরিবর্তনের উদাম নৃত্য না দেখে থাকলে, এখন তাদের ক্ষমতায় আনতে দুর্দিনের অবহেলিত কর্মীরা কেন “আবু সাঈদ” হতে যাবেন? তারা ক্ষমতায় ফিরলে সেই জেলখাটা কর্মী চিতলমারী উপজেলার “রাজু আহম্মেদ মিরান বা সাতক্ষীরার ঘর পোড়া লিংকন বা নির্যাতিত কলম লেখক /কবি বা ভিডিও করা জিল্লুর রহমানদের খুঁজবেন সে চরিত্র তো বিগত দিনে ও আওয়ামী লীগের ছিলো না আগামী তে ও হবে না এবং একজন বাইডেন সেলফি তুললে ই ভেবে নিবেন ১৯৭১ এর ক্ষত মার্কিন ডেমোক্র্যাটরা ভুলে গেছেন, উল্লেখ্য – ১০৪ বছর বয়স নিয়ে এখনও ” কিসিঞ্জার” জীবিত!
স্মর্তব্য, এইসব টাকা “সারছিস আলম “থেকে অনেকের নাম উঠে এসেছে কিন্তু হতভাগ্য “আবু সাঈদ” বা পুলিশ গুলি এবং ৭.৬২ কার্টিসে যারা হত্যা হয়েছে তাদের পরিবার বেনিফেসিয়ারি নয়!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
সৃষ্টি কর্তা কে ভয় করেন, মানব অপরাধ সরিষা পরিমাণ করে থাকলে আর মসজিদ মন্দির দৌড় ঝাপ করে লাভ নাই, দাড়ি টুপি পৈতা তিলক আপনাকে রক্ষা করবে না! নামাজ রোজা হজ্ব যাকাত কবুল হচ্ছে না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102