শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

“বিজয়ের সৌন্দর্য পরিমাপ করা হয় কষ্টের মহিমা দ্বারা”

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯১ Time View

এইচ.এম শাহেদুল ইসলাম তানভীর

গত হওয়া প্রায় ষোল-সতেরো বছরে ফ্যাসিস্ট-স্বৈরাচারীনি সরকার বাহাদুরের অত্যাচার-জুলুম-নির্যাতন এবং নিষ্পেষণের স্বীকার বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছে আওয়ামী বাহিনীর প্রধানতম ব্যক্তিবর্গ। আত্নগোপনে আছে তাদের দোসররা।

রোষানলের ভয়ংকর থাবা এতই মর্মান্তিক ছিলে যে প্রতিটি মানুষ,এমনকি বাংলার প্রতিটি বালুকণা চিৎকার করে তার থেকে নিস্তারের আশায় মুহুর্মুহু ক্ষন গননা করতো।
অশান্ত ভূমির বিক্ষুব্ধ জনতার আর্তচিৎকারের ধ্বনি প্রতিধ্বনিতে প্রতিটি সেক্টর বিষাদময় ও বিষাক্ত হয়ে উঠেছিলো। সুদিন আসতে ক’দিন বাকি। সুদিন আসতে ক’দিন বাকি রবে এক বিভীষিকাময় পরিস্থিতি তার উপস্থিতি জানান দিচ্ছিলো। পীড়িত-অসহায় জনগণ বলে বেড়াতো-
সুদিন আসতে ক’দিন বাকি,বলবে আমায় কেউ.?মানুষ নামী কুকুরগুলো করছে যে ঘেউ ঘেউ। লুটতরাজ আর খুন-খারাবি
অন্যায়,অবিচার! তোমার আমার মা-বোনেরা ধর্ষিতা বারবার।
উন্নতি আর দুর্নীতিতে এগিয়ে যাচ্ছি বেশ!নিম্ন বিত্ত, মধ্য বিত্তদের ধনীরা করছে শেষ। হক্ব কথা তো বলা-ই যায়না, বললে জেল জুলুম! কখন,কোথায় গুম হয়ে যায় তা বে-মালুম।ইস্যুর পর ইস্যু আসে শেষ টা অজানা! মিটিং, মিছিল,ক্ষোভ-সমাবেশ করা যাবে না।ঐক্যের সুর, সাম্যের
বাণী বাজে হঠাৎ হঠাৎ! ইনশাআল্লাহ!পালিয়ে যাবে মাঝের এ তফাৎ।ধর্ম -কর্মের নেই ভেদাভেদ,আছে অসম্প্রদায়িকতা!
সুদিন ফিরলে শেষ হয়ে যাবে সব নাটকীয়তা।ভূমির উপর চিল শকুনের নজর পড়ছে দেখি।আচমকা একদিন শাসক
শ্রেণী দিবে মোদের ফাঁকি।ও ভাই, সুদিন কবে আসবে ফিরে তুমি কি তা জানো.?সময় থাকতে গুনাহ ছেড়ে আল্লাহ-রাসূল মানো।

মহান আল্লাহ পাকের এক কুদরতি লীলায় মুক্তি পেয়েছে দেশ,
দেশের জনগণ। চব্বিশের গনবিষ্ফোরণের পর অর্জিত বিজয়ের অপার সৌন্দর্য পরিমাপে এত পুলকিত হওয়া হাজারো কষ্টের মহিমা প্রকাশের ফলাফল।

মনে রাখতে হবে আমরা মুসলমান –
_জন্মলগ্ন থেকেই কষ্ট লগ্ন শুরু ইসলামের,মুসলমানের, জালেম এবং বিধর্মীরা বরাবরই ছিলো ভিলেন ,অপরদিকে সত্য ধর্মের ও সত্য পথের অনুরাগী -অনুসারী রা সবসময়ই হিরো ছিলেন।
বদর,উহুদ, খায়বর,হুনায়ুন ইয়ারমুক,কাদেসিয়ার আগে ইসলাম ছিলো কষ্টের মহিমাতে ভরা,
সব দূরীভুত হয়ে গেলো বিজয়ের সৌন্দর্য দ্বারা।
বিজয় মুসলমানের,দ্বীনে ইসলামের, বিজয় সত্যের,তাই হতাশ হওয়া যাবে না, ফ্যাক্ট রব আমাদের সঙ্গ দিচ্ছেন।কুরআনের ভাষায় -لا تحزن ان الله معنا ( হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন) সুতরাং,
বিজয় সৌন্দর্য উপভোগ করতে কষ্টের মহিমা প্রকাশ করুন।
আল্লাহ পাক তৌফিক দান করুন।আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102