লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
প্রায় ৮০ বছরের ইউরোপ আমেরিকার বন্ধুত্ব আলগা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প! তিনি বুঝতে পারছেন সারাবিশ্বে অশান্তির মুল কারন, ইউরোপীয় দেশগুলো কে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন! ইউরোপের শক্তি বৃদ্ধি করায় তারা বিশ্ব সেচ্ছাচারিতায় লিপ্ত! রাশিয়া ইউরোপীয় দেশ, তার কিছু অংশ এশিয়ায় থাকায়, এশিয়ার দিকে ঠেলে দেয়া হয়েছে! আমেরিকা রাশিয়া মিশে গেলে বিশ্বে শান্তির সুবাতাস বইবে যা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন! তিনি ইউক্রেনে আর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী নন!
ইউক্রেনে রাশিয়াকে যুদ্ধ অপরাধী প্রস্তাব জাতিসংঘে ইউরোপের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা!
দ্বিতীয় প্রস্তাব “অখন্ড ইউক্রেন রেখে মিমাংসা” এমন ইউরোপীয় প্রস্তাব ভন্ডুল করে দিয়েছে আমেরিকা!
প্রিয় পাঠক, ট্রাম্প পুতিন বৈঠক হবে রিয়াদে, আয়োজক সৌদি আরবের বাদশাহ সালমান! আপনাদের মনে আছে কিনা, আঙ্কারা “তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের” মধ্যস্হতায় দলিল সই করতে যেয়ে কলম বন্ধ করেছিলেন কৌতুক অভিনেতা জেলেস্কি, শুধু ইউরোপের “বরিস ও জো বাইডেন স্যারের” আশ্বাসে! তারা বলেছিলেন, “We will be with you with arms ammunition as wellas financial solvency as much as is required until achieve the victory ! We must defeat Russia and recover all compassion of the war from Putin as we did from Japan German after second world war ! (” তথ্য আলজাজিরা, বাক্য টা আমার তৈরি, আশ্বাস এমন ছিলো!) তখন বরিস বাইডেনের কথা না শুনে সমজতা করলে অখন্ড ইউক্রেন থাকতো, এমন চির পঙ্গু ইউক্রেন ধ্বংসযজ্ঞে পরিনত হতো না! আম বস্তা সব যেতো না!
স্মর্তব্য, ততকালীন বিশাল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে উন্নত একটা রাজ্য “ইউক্রেন”! এই পরিনতির জন্য স্রেফ শাসক দায়ী, তার অতিউৎসাহী শক্তিশালী হওয়ার নেশা এবং বাইডেন ইউরোপের আশ্বাসে আস্হা এনে জেনেশুনে বিষ পান! N A T O র সদস্য হওয়া যেন ছিলো কৌতুক অভিনেতা জেলেন্সে স্কির কাছে সোনার হরিণ, তিনি ছুটেছেন, আজ তা মরীচিকা!
রাজাকে রাজনীতি জানতে হয় সাথে পরমাণু যুগের গ্লোবাল পলিটিক্স ও বুঝতে হয়!
কৌতুক অভিনেতা হলে-ও “জেলেন্স স্কি” কিছু সত্যি কথা বলেছেনঃ
১. সারা ইউরোপীয় ২২ দেশ রাশিয়ার সাথে যুদ্ধ করলেও পরাজিত হবে মার্কিন সহায়তা না থাকলে!
সমস্ত ইউরোপীয় দেশ ২.৪ ট্রিলিয়ন প্রতিরক্ষা খাতে ব্যয় করে সারা বছর যে যুদ্ধ অস্ত্র তৈরি করে, রাশিয়া মাত্র তিন মাসে, মাত্র ১৩ বিলিয়ন বিনিয়োগে তার থেকে বেশী যুদ্ধাস্ত্র তৈরি করে!
বলতে হবে রাশিয়া কে ডোনাল্ড ট্রাম্প চিনেছেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে বিশ্ব জ্ঞানীর কাজ করেছেন!
আমি একজন ক্ষুদ্র দেশের ক্ষুদ্র লেখক, আমার কলমের বিচারে ” জেলে স্কি, তার মন্ত্রী পরিষদ ও জেনারেলদের ফাঁসি হওয়া উচিত! লক্ষ লোকের মৃত্যু, ৭৫ লক্ষ লোকের বিভিন্ন দেশের শরনার্থী হয়ে মানবতার জীবন যাপন এবং সুখশান্তি আরামে বসবাসের একটা দেশ কে ধ্বংস করার অপরাধে শুধু পদত্যাগ যথেষ্ট নয়!
রুমানিয়ায় চসেস্কু ও তার পরিবার কে প্রকাশ্য গুলি করে হত্যার বিচার যদি কেউ দেখে থাকেন, ঠিক তেমনটা হওয়া উচিত! এখন ও ইউক্রেনের ভাগ্যে কত ভোগান্তি অপেক্ষা করছে যা অজানা ও অজ্ঞাত! হয়তো মাটির নিচের সম্পদ মার্কিন যুদ্ধ দেনার দায়ে দিতে হবে যা মাননীয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন! বাইডেন যে সব দেশে গনতন্ত্র ধ্বংস করতে টাকা ঢেলেছেন হয়তো ডোনাল্ড ট্রাম্প তা রিকভার করতে চাইবেন! তিনি ভাষনে উম্মাহ প্রকাশ করেছেন,” কেন এশিয়াতে এত মার্কিন তহবিল ছড়ানো হয়েছে যা তিনি দেশ ও অর্থের পরিমান উল্লেখ করে হতবাক দৃষ্টিতে উপস্থিত মার্কিন জনতার দিকে তাকিয়েছেন!
উল্লেখ্য, ” ইউরোপ চলে মার্কিন শক্তিতে আর প্রযুক্তির কাচামালের সরবরাহ এশিয়া থেকে নিয়ে, এশিয়াকে আজ ও Devide and Rule এর ফর্মূলায় রাখে!” আফ্রিকা থেকে তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
কুরআন গীতা বাইবেলের মতে মুসলিম হিন্দু খৃষ্টান হোন, লেবাসে নয়!