শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

বিশ্বে শক্ত ঈমানের ৫০০ মুসলিম!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯৩ Time View


লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিশ্বের এক জরিপে ৫০০ শক্ত ঈমানের মুসলমান বাছাই করেছে এক সংস্থা, সে তালিকায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা “ডঃ ইউনূসের সাহেবের” নাম ৫০ নাম্বার ক্রমিকে! আমি ব্যক্তিগত ভাবে আপ্লূত আহ্লাদিত আনন্দিত উৎফুল্ল ! কিন্তু লোকে বলে না “সুনাম থাকলে শত্রু বেড়ে যায়!” লেগেছে কিছু লোক সন্মানিত ব্যক্তিকে সস্তা যোগাযোগ মাধ্যম পেয়ে সুদ খোর, কর ফাঁকি, নোবেল পুরস্কার নাকি বিশ্বের যত খারাপ লোক পায় ইত্যাদি! সম্ভবত বিশ্বে আজ পর্যন্ত ৯২৭ জন নোবেল পুরস্কার পেয়েছেন তার ২০০ জন ইহুদি ! জ্ঞান বুদ্ধি ব্রেইন থাকলে পাওয়া যায়!

প্রিয় পাঠক, বিএনপি পন্থী বুদ্ধি জীবি “গোলাম মাওলা রণি” বলেছেন অন্য ভাবে,” ডঃ ইউনূসের দাড়ি টুপি নামাজ যাকাত গরীবকে কোনদিন শীত বস্ত্র বিতরনে উত্তর বঙ্গে কোন শীতে দেখেছেন কিনা, বন্যা দুর্গত দের পাশে দেখেছেন কিনা, তার সরকার আমলে বন্যা ত্রানের টাকা বিতর না হয়ে ব্যাঙ্কে কেন রাখা হলো ইত্যাদি, এছাড়া প্রধান উপদেষ্টা হওয়ার পর কোনদিন মসজিদে গেছেন কিনা, কোন মসজিদে যান —–
আসলে হিংসা বুঝলেন হিংসা, রণি সাহেব বিএনপি না হয়ে এখনকার রাজাকার আওয়ামী পন্হী হবেন নিশ্চয়! সে যাক —
আমরা যারা লেখালেখি করি বা সাংবাদিক যারা তার একটু ভিন্ন চোখে দেখে, আমি একটু গভীরে পোস্টমর্টেম করলাম কে বা কাহারা এই সংস্থা যারা জরিপ করে এমন সনদ প্রদান করেন! প্রশান্ত মহাসাগরের অতলে ডুব দিয়ে খুঁজতে খুঁজতে যা পেলাম, ওমা – এর পিছনে ও বিশ্বের মহাশক্তিধর আমেরিকা! আইএস বানায় কে মুসলমানদের বন্ধু আমেরিকা, আল-কায়দা বা লাদেন বানায় বিশ্বে ইসলাম প্রচার করে কে, আমেরিকা! দলে দলে বোকা মুসলমান ঝাপিয়ে পড়ে, ট্রনিং নিয়ে নিজ দেশে যেয়ে জঙ্গি সাজে, একসময় মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে মার্কিন ও তার দোসর ইসরায়েলের কালো হাত, ততদিনে ইসলামি রাস্ট্র করতে বাংলাদেশের কোন বিচারপতির জীবন নেয়া হয়েছে, কোন উকিল কোন ইংরেজি শিক্ষক কোন বিদেশি এনজিও কর্মী গুলশানের “হলি আর্ট জিম” ২১ জন হত্যা আপনাদের নিশ্চয় ই মনে আছে! যার ১৬ জন ই ছিলো জাপানি!

দূঃখীত প্রিয় পাঠক, আমার বিষয় The 500 most influential Muslims in the world !
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ৫০ নাম্বারের শক্ত ঈমানদার ইসলামে!
এই সংস্থা ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত শক্ত ঈমানদার মুসলমান সকলের তালিকা তৈরি করেন যার অবস্থান আম্মানে, সংস্থার নাম ” ” “The Royal Islamic Studies Centre, মার্কিন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মুসলিম খৃষ্টান আনডারস্টান্ডিং প্রতিষ্ঠান সহযোগিতায় — তালিকা প্রকাশ করা হয়! এক কালের প্লেবয় হিরো পাকিস্তানের ” ইমরান খান” আছেন ১০ নাম্বারে!

ইমরান খান এ মূহুর্তে আমার আপনার প্রিয় গনতান্ত্রিক ব্যক্তি! পাকিস্তানের জন্মের ৭৭ বছর বয়সে একমাত্র জনগনের নির্বাচিত সরকার প্রধান হিসাবে আমরা বিবেচনা করি যিনি সেনা সমর্থন ছাড়া সরকার প্রধান হয়েছিলেন! তিনি রাশিয়া ভারত বাংলাদেশ নেপাল ভুটান সবার সাথে ব্যবসাবানিজ্য করে পাকিস্তান কে জাতে তুলতে চেয়েছিলেন! তার রাশিয়া সফরে মার্কিন অসন্তোষ তাকে লু হাওয়ায় ক্ষমতা চ্যূত হতে হয় যেমন চীন প্রীতি তে শ্রীলঙ্কার “রাজা কাপাস” কে ও ক্ষমতা হারাতে হয়, “শেখ হাসিনা” তখনকার টার্গেট থাকলে ও আপাততঃ বিরত থেকে কালক্ষেপণ পথ অনুসরণ করে কুজ্ঝটিকায় ঢেকে দেয় হাসিনা’র বিবেকবুদ্ধি কূটনীতিক ব্রেইন স্ট্রামিং!

একজন ১০ নাম্বারের শক্ত মুসলমান ইরান খানের অবাদ যৌনাচার যদি শোনেন বিস্মিত হবে ধর্মপ্রাণ যে-কোন মুসলমান! বলিউডের রেখা শাবানা মুনমুন সেন জীনাত আমান এমন কি পাকিস্তানের এক কালের প্রধান মন্ত্রী বেনজির ভুট্টো —- ছিলেন ইমরানের বিছানার সঙ্গী, এমন চরিত্র ইসলামের চর্চা কিনা তা বিচারক গন বলতে পারবেন!
ক্রিকেটের সুনীল গাভাস্কার বলেছেন, “তাকে ক্রিকেট থেকে ফিরানো যাবে তবে নারী থেকে নয়! একজন ধারা ভাষ্যকার বলেছেন, ইমরানের বিছানার সঙ্গীর হিসাব দিতে হলে ক্যালকুলেটর লাগবে! বিয়ে খান তিনেক, এখন যিনি আছেন তিনি বুশরা খান!
আমি শুধু Influential ১০ নাম্বার ইসলামের ব্যক্তিটির প্রসঙ্গে জানালাম এবং এই প্রতিযোগিতা যারা তালিকা করেন তাদের ইসলামি ধ্যানধারনা বিজ্ঞতা পাণ্ডিত্য কামিলিয়ত্ব বুঝাতে একজন ইমরান খানকে দেখালাম!
“হায়রে ইসলাম
তোর মুখোশে বিশ্বে ব্যবসা রাজনীতি ভন্ড ‘ইলম’!” ইসলামের দীক্ষা নিতে বা মুরীদ হতে ইমরান খানের কাছে যাওয়া যায়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102