শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

বিশ্ব কি আহম্মকের স্বর্গ হলো?

Coder Boss
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিশ্বের দ্বিতীয় গম রপ্তানী দেশ ইউক্রেন! মার্কিন যুক্তরাষ্ট্রের কান কথা শুনে শ্মশানের চিতায় জ্বলছে! বিশ্বের সবচেয়ে বড় দেশ সোভিয়েত ইউনিয়নে একসময় প্রায় সোয়া দুই কোটি বর্গকিলোমিটার আয়তন ছিলো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে ১৯৯৮ শুমারী মতে প্রায় সাড়ে আটাশ কোটি লোকসংখ্যা ছিলো যার রিজার্ভ ছিলো পোনে তিন ট্রিলিয়ন ডলার! ১৫ টা দেশ আলাদা হয়ে যাওয়ার সময় একমাত্র “ইউক্রেন” বৈদিক রিজার্ভ সহ অনেক কিছুর অংশ পেয়েছিলো।
এস্তোনিয়া লাটভিয়া ও লিথুনিয়া ১৯৪০ সালে দখলকৃত রাস্ট্র বিধায় তারা আবার স্বাধীন হয়ে যায়!

প্রিয় পাঠক, ইউক্রেন রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তর দেশ যার আয়তন প্রায় ছয় লক্ষ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ও চার কোটির উপরে, যা ধূলায় মিশে গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের বুদ্ধি শুনে।
মাথায় পোকা ঢুকছে “ফিনল্যান্ডের” যে রাশিয়া গত ২০২২ সালে ফেব্রয়ারীতে ইউক্রেন
আক্রমণের পর তড়িঘড়ি করে N A T O তে যোগদান করে! সোমবার আমেরিকার সাথে যৌথ সামরিক মহড়ার সময় রাশিয়ার বাঁধার সম্মুখীন হয়, আমেরিকার দু’টো সু- ২৭ যুদ্ধ বিমান আটক হয় এবং এলাকা থেকে রাশিয়া তাড়ায় দেয়! উল্লেখ্য ফিনল্যান্ডের রাশিয়ার সাথে প্রায় দেড় হাজার কিলোমিটার সীমান্ত আছে! চোখের উপর ইউক্রেন পরিস্থিতি দেখেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরতার বা ভরসায় ডানা গজাচ্ছে!
রাশিয়া দ্রুত তুরস্কে পরমাণু অস্ত্রাগার তৈরি করতে যাচ্ছে এবং ইরান তুরস্ক রাশিয়া চীন বন্ধুত্ব আরসিসি ঢালাই এর মত শক্ত এখন যা ১৯৪৯ সালে আমেরিকা N A T O গঠন করার পর ১৯৫৫ সালে গোটা নয় দেশ নিয়ে সোভিয়েত W A R S জোট গঠন করেছিলো! রাশিয়া চীন ভারত ইরান তুরস্ক উত্তর কোরিয়া অনেকটা সেই অলিখিত W A R S জোটের মত প্রায়!

এদিকে ইসরায়েল রক্ষায় মার্কিন রণতরী “আব্রাহাম” মধ্য প্রাচ্য ছেড়ে গেছে, হুতি হিযবুল্লাহ হামাস ইরাক প্রতিরোধ চতুর্মাত্রিক আক্রমনে ইসরায়েলের একনায়ক নেতানিয়াহু গ্লাস গ্লাস জল খাচ্ছেন এবং যুদ্ধ বিরতির চেষ্টা করছেন!

বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, “বর্তমান ৭২ এর সংবিধান দিয়ে দেশ চালানো সম্ভব নয়”! মির্জা ফখরুল প্রতিবাদ করেছেন,
ডঃ কামাল, ব্যারিস্টা আমীরের তৈরি করা সংবিধান ছুড়ে ফেলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের তৈরি সংবিধান কতটা জনগন গ্রহন করবে তা ভেবে দেখার সময় বোধহয় বর্তমান সরকারের নাই!
“জাতির জনক মুজিবের” ছবি নামানো হয়েছে কিন্ত হাইকোর্ট নির্দেশ দিয়েছে ‘ছবি সব জায়গায় টাঙানোর জন্য !’

বাজারে আগুন জ্বলছে শ্মশানের মত, ক্রয় ক্ষমতা হারিয়ে ৮০% মানুষ, সংখ্যা লঘূ সহ অধিকাংশ মানুষ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, শীতকাল আসছে ওয়াজ নসিহত, সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে পাওয়া নিমন্ত্রণ ফেরত দিতে হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় বিশৃঙ্খলা চলছে, আশুলিয়া গাজীপুর বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষে মিছিল মিটিং হচ্ছে, এসব নিয়ন্ত্রণে সরকার খুব একটা তৎপর তা মনে হয় না, দেশ যেন রিমোটে চলছে, সংবিধান পতাকা জাতীয় সঙ্গীত কার বদলি কোথায় কার অবসরে দেয়া প্রয়োজন, এমনি “নিষ্কণ্টক ক্ষমতা’ দলীয় সরকারের মত চাওয়া-পাওয়া ছাড়া আর তেমন কিছু পরিলক্ষিত হচ্ছে না!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102