জহিরুল ইসলাম ইসহাকী।
================
মুক্ত বাতাসে আমি এক অভিযাত্রী,
যার পায়ের নিচে মাটি, মাথার ওপর নীল আকাশ।
হৃদয়ে অগণিত স্বপ্নের প্রদীপ জ্বালিয়ে,
আমি চলেছি দূর অজানার পানে।
প্রকৃতির প্রতিটি শ্বাস যেন আমায় ডাকে,
পাহাড়ের গা বেয়ে ওঠা মেঘের মৃদু হাতছানি।
নদীর তটের ঝিরিঝিরি শব্দ,
বনের গভীরে লুকিয়ে থাকা একান্ত নীরবতা—
সবাই যেন বলছে, “চলো, আরেকটু এগিয়ে যাও।”
আমি দেখেছি সূর্যোদয়ের প্রথম রশ্মি,
যা রাতের আঁধার ভেদ করে আলোর আহ্বান আনে।
আমি শুনেছি সমুদ্রের তীরে গর্জন,
যেখানে ঢেউগুলো বারবার ফিরে আসে জীবনের কথা বলতে।
আমি ছুঁয়েছি মরুভূমির বালি,
যেখানে প্রতিটি দানা লুকিয়ে রেখেছে ইতিহাসের কাব্য।
জীবন আমাকে থামতে শেখায়নি।
প্রতিটি দিন যেন নতুন এক অধ্যায়,
নতুন এক যুদ্ধ, নতুন এক জয়ের আশা।
আমি চলি, কাঁধে জীবন-সমুদ্রের ঝুলানো তরঙ্গ নিয়ে,
সুখের পালে হাওয়ার ছোঁয়া পেতে।
এই পৃথিবী আমার মানচিত্র,
আমি এর প্রতিটি কোণায় খুঁজে ফিরি গল্প।
কখনো পাহাড়ের চূড়ায় দিগন্তের সীমানা দেখি,
কখনো গহীন অরণ্যে পাই নিস্তব্ধতার মধুরতা।
আমি অভিযাত্রী—শুধু পথিক নই,
আমি স্বপ্ন খুঁজি, আমি কল্পনার জন্ম দিই।
আমার সঙ্গী শুধু মুক্ত বাতাস,
যা আমায় শিখিয়েছে বেঁচে থাকার আসল অর্থ।
তাই আমি চলব, যতদিন শ্বাস আছে বুকের ভেতর,
আমি এগিয়ে যাব দূর আকাশের হাতছানিতে।
মুক্ত বাতাসে আমি এক অভিযাত্রী,
আমার যাত্রা হলো অনন্তকালের এক জীবন্ত কবিতা।