মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

মৃত্যু অপেক্ষায়, আপনাকে যেতে হবে!

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আপনি ভুলে গেছেন যম আপনার দরোজায়, আপনাকে যেতে হবে! অহেতুক অর্থ-বিত্তের সন্ধান করছেন, আধিপত্য বিস্তার করছেন, মিথ্যা বলছেন, পয়সায় শালিসি করছেন, গরীবের হক নষ্ট করছেন কারন আপনি একটা আহাম্মক আপনি ইতিহাস ভুগোল ধর্ম কুরআন গীতা বাইবেলের তর্জমা পড়েন নাই!

আপনি জানেন না, আলেকজান্ডার প্রায় সারা বিশ্ব জয় করে ফেলেছিলেন, মাত্র ৩৬ বছর বয়সে (সম্ভবত) দুনিয়া ছেড়েছেন! এলভিস প্রিসলি নায়ক গায়ক সুদর্শন ছিলেন, ৫ মিলিয়ন এ্যালবাম বিক্রি হয়েছিলো, প্রাইভেট জেট বিমানে যাতায়াত ছিলো, জনসমর্থন এত ছিলো স্টেজে গান গাইতে গাইতে টিশার্ট ছুঁড়ে মারলে দর্শক সেটা পেতে জখম হয়ে যেতো! এত সম্পদ অর্থ নাম সুনাম পেলেন, একটা গ্রামে না, সারা বিশ্বে যিনি ছিলেন
রক গানের জনক, একদিন তার মনে হলো সব বৃথা, জীবন বড় একা, তিনি মদ পান বড়ায়ে দিলেন, নেশাগ্রস্ত হয়ে মাত্র ৪২ বছরে মৃত্যু হলো!
মাইকেল জ্যাকসন দেড়শ বছর বাঁচতে চেয়েছিলেন, বলিউড নায়িকা মধু বালা — যার সিনেমা হলে এলে যুবক নেশাগ্রস্ত হয়ে যেতো, মৃত্যু মাত্র ৩৩ বছরে, তার স্বামী কিশোর কুমার তাকে দেখাতেও আসতেন না! অথচ তাকে বিয়ে করতে কোটি লোক লাইনে ছিলো!
দিলীপ কুমারের সাথে প্রেম ভেঙে গেলে কিশোর বিয়ে করেন। সবাই কিশোর কে বলতো পূর্নিমার শশী তোর ঘরে উদয় হলো! কেউ জানতো না তার হার্টে ছোট্ট একটা জন্ম ছিদ্র ছিলো, রক্ত পাত হতো? আপনার এত আধিপত্য বিস্তার, সম্পদ, অর্থে মাথা উচু করতে পারেন না, দম্ভ হিংসা আকাশ চুম্বি — আপনার হার্টে ছিদ্র নাই তো? মীনা কুমারী মাত্র ৩৮ শে মৃত্যু,

প্রিয় পাঠক, নেপোলিয়ন বোনা পার্ট ৭০ টা যুদ্ধে জয়লাভ করে ওয়াটার লু যুদ্ধে পরাজয় বরন করেন এবং পাকস্থলী ক্যান্সারে মৃত্যু! আমার এক ভাই আপন না হলে-ও অনেক আপন ছিলো, যিনি বিগত প্রধানমন্ত্রীর এপিএস ছিলো। দারুন সন্মান শ্রদ্ধা করতো, বাসায় নিমন্ত্রণ করে নিয়ে খাওয়াইয়াছ অনেক বার, বাইরের পূর্বানী, শেরাটন —– টুঙ্গিপাড়া উপজেলার পাটগতী গ্রামে বাড়ী! তার অনেক কিছুর সাক্ষী আমি!
মৃত্যুর আগে কোন এক জায়গায় আলাপে বলেছিল, আমার ভাগ্নি জামাই শুনেই তার কিছু সমস্যা সরকারি জব পেতে থাকা সত্বেও সংশোধন করে চাকুরী দিয়েছিল, যা আগে শুনি নাই! মৃত্যুর পর ডিপ ফ্রিজ গাড়ীতে দেখা! তাকায় মনে হলো কিছু বলতে চায়! ছোট ভাইটার কাছে জানলাম পাকস্থলী ক্যান্সার তাকে সময় দেয় নাই!

প্রিয় পাঠক, একটা গ্রাম দখলে মানুষ খুন, সারা বিশ্ব জয় করা আলেকজান্ডার তো আপনি নন, নেপোলিয়ন বোনা পার্ট তো আপনি নন, এভিল প্রিসলি মাইকেলের জ্যাকসনের মত নায়ক গায়ক পপুলার তো আপনি নন,
চাইলে ভক্তরা মিলিয়ন ডলার, সহস্র নারী বিছানায় গড়াগড়ি —
আসলে পাওয়ার পর আর চাহিদা থাকেনা। মানুষ একসময়ে আপেক্ষিক চাহিদা দরকার নাই বোঝে, তাই অদেখা ঐশ্বরিক শক্তির কাছে সারেন্ডার্ড করে! আপনি আহম্মক এত বড় মানুষের ইতিহাস জানেন না! মানুষ একসময় বেঁচে থাকতে চায় কারো ধ্যানে! তারা উচ্চ আই-কিউ র মানুষ, যেমন নিউটন, গ্যালিলিও আইনস্টাইন তারা বৈজ্ঞানিক অংকে মিলাতে চান, তখন কেউ নাস্তিক বা কেউ আস্তিক হন আপনার আমার মত অন্ধ বিশ্বাসে নয়! সেজন্য ৪৩০০ ধর্ম! কোন ধর্মে হয়তো সে শান্তি পায় না বা কেউ আল্লাহ ভগবান ঈশ্বর অগ্নি পূজায় মনোনিবেশ করে আত্মসমর্পণ করে!

আপনি চলে যাবেন দ্রুত এটা মাথায় রাখেন আর আপনার ক্ষুদ্র ক্ষমতা সম্পদ রূপযৌবন থেকে সহস্র গুন জ্ঞানী গুনি শক্তিধর কত দ্রুত প্রস্হান করেছে জানলে আপনি কয়টাকা বা কয়টা ঢাল সড়কির বাহাদুরি থেকে ফিরে আসবেন আকাশ থেকে মর্ত্যে! এখন আপনি মর্ত্যে নাই! সৃষ্টি কর্তা কে স্মরণ করুন, শান্তি পাবেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102