এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
গত ১ লা নভেম্বর শুক্রবা ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে একটি গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়। স্বপ্নের অনুভূতি জাতীয় কবি সাহিত্য পরিষদের পক্ষ থেকে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানটি দুইটি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সম্পাদক, বহু ভাষাবিদ এবং ইতিহাসবিদ কবিগুরু মাহমুদুল হাসান নিজামী, এবং দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বিশ্বের সেরা কেতাব প্রাপ্ত কবি, পরিবেশ বিজ্ঞানী ড.জাহাঙ্গীর আলম (রুস্তম)।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক এবং অভিনেতা এবি এম সোহেল রশিদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রদ্ধাভাজন বড় ভাই মিজানুর রহমানের লেখা
“”একটা সকাল কেনার শখ,,,নামক একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। উক্ত বইটি প্রিয় বড় ভাইয়ের পক্ষ থেকে উপহারস্বরূপ আমাকে দেওয়া হয়েছে। আমি বইটি আনার পরে বেশ কয়েকটি কবিতা পড়ে বোঝার চেষ্টা করেছিলাম।
আমি অবাক হয়েছি, প্রতিটা কবিতায় জড়িয়ে আছে দেশ প্রেম, দেশের মানুষের প্রতি মহানুভবতা।প্রতিটা কবিতাই দেশ এবং জাতির প্রেমে অনুপ্রাণিত করে। সেই সাথে রয়েছে ইসলামিক কিছু কবিতা। যেই কবিতাগুলো আল্লাহর প্রতি বান্দার প্রেম জাগ্রত করে। আমার পড়া কবিতা গুলো,,
একটা সকাল কেনার শখ, তওবা,নিরুপায়, ট্রাজেডি, জেলহত্যা সহ আরও একটি চেতনা মূলক
কবিতা।
মিজানুর ভাইয়ের এই বইটি সম্পর্কে আমার মন্তব্য :-
আমি বিশ্বাস করি একটি সুশিক্ষিত জাতি পারে একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে। আর সেই সুন্দর দেশ এবং সুন্দর সমাজ পরিচালনার জন্য সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি দেশপ্রেম তখনেই জাগ্রত হয়, যখন দেশ এবং দেশের মানুষ সম্পর্কে জানার জন্য চেতনা মূলক কোনো বাণী পড়া হয়। যেমন আমরা কবি ফররুখ আহমেদ,কবি কাজী নজরুলকে নিয়ে গবেষণা করলে দেশের প্রতি ভালোবাসা করতে হয়। ঠিক তেমনিভাবে শূন্য দশকের তরুন প্রজন্মের লেখকদের মাঝে, নজরুলের চেতনায় উজ্জীবিত কিছু লেখক রয়েছে, যারা দেশ এবং জাতিকে নিয়ে গবেষণা করে। এবং কলমের ভাষায় ফুটিয়ে তোলে দেশ প্রেমের কথা। “যে যাকে যত বেশি পড়বে, সে যাতে তত বেশি জানবে” তাই জানতে হলে পড়তে হবে কথাটি বাস্তব। আমি প্রিয় পাঠক পাঠকদের প্রতি অনুরোধ করবো আপনারা উক্ত বইটি সংগ্রহ করলে, আশা রাখি ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। পরিবারের সবাই এরকম শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। যেই শিক্ষা রয়েছে দেশপ্রেম। উক্ত বইটিতে আপনি পাবেন আল্লাহর গুণগান মূলক কবিতা, নিজের জীবনের ভুলের সংশোধনমূলক কবিতা, দেশাত্মবোধক চেতনামূলক,অনুপ্রেরণামূলক কবিতা। আমি দোয়া করি আল্লাহ-তায়ালা যেনো প্রিয় কবি মিজানুর ভাইয়ের লেখা একটা সকাল কেনার শখ বইটিকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।সেইসাথে ওনার জ্ঞানকে বিশ্বের প্রতিটি প্রান্তরে যেনো পৌঁছিয়ে দেন। আমিন,, আমি প্রিয় ভাইয়ের মঙ্গল কামনা করে প্রতিবেদনের সমাপ্ত করছি।