শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

রাজনৈতিক জিঘাংসা ও ভুল সিদ্ধান্ত!

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

রাশিয়ার লেখক “অন্তন চেখবের” মতে, “সংখ্যা গরিষ্ঠ মানুষ নির্বোধ, তাদের আই-কিউ কম! অজ্ঞ জনে বিজ্ঞের ভাগ্য গড়ে, সে-সব নেতারা নিষ্ঠুরতম আচরণ করে আবার ভুল সিদ্ধান্ত নেয় কিন্ত মূর্খদের দেবতা তারা! জ্ঞান আহরনের লাইব্রেরি গড়ে না উপাসনালয় গড়ে এবং ধর্ম ধোঁকায় ব্যবসা বানিজ্য ক্ষমতায় চড়ে!

প্রিয় পাঠক, আমাদের অনেক স্বার্থত্যাগী নেতা ছিলেন, শেরে-বাংলা মাওলানা ভাসানী সোহরাওয়ার্দী তর্কবাগীশ মুজিব তাজউদ্দীনরা!
আমরা যে পাকিস্তান পেয়েছিলাম তা ধর্মের মোড়কে লাভ করলে-ও ” জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ” ছিলেন সেকুলার মানুষ! কিন্তু সে পর্যন্ত তিনি পৌঁছাতে পারেন নাই যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে! তাকে হত্যা করা হয়েছে! হ্যা সত্যি ই তাকে হত্যা করা হয়েছিলো! যক্ষ্মা নিরাময় হতো না কিন্তু ঠেকায় রেখে ১০ বছর বাঁচা যেতো, তার চিকিৎসার দায়িত্ব নেয়া প্রধানমন্ত্রী “লিয়াকত আলী খান” তাকে অনেকটা গৃহবন্দী করে ফেলেন এবং বিনা ঔষধে দ্রুত মৃত্যু মুখে পতিত হন!” তাকে ঔষধপথ্য সরবরাহ না করে পরিকল্পিত ভাবে মারা হয়! বৃটিশ কোন লেখক বলেছেন (নাম মনে নেই সে ইতিহাসবিদের), “অট্টহাসিতে লিয়াকত আলী জিন্নাহকে বলেছিলেন, “You would die as a patient of slow poisoning”! জিন্নাহ মৃত্যুর পর লিয়াকত আলী খান, পাকিস্তানের সর্বময় কর্তা হয়ে ও, বিধাতা প্রতিশোধ নিয়েছেন, হত্যা হন, যা কোনদিন তদন্ত হলো না!” পাকিস্তানে আজ-ও প্রত্যক্ষ বা পরোক্ষ সামরিক শাসন বিদ্যমান!

১৯৭১ সালে মুজিব কে ক্ষমতা না দেয়া ছিলো ইয়াহিয়া ভুট্টোর গোয়ার্তমি ও রাজনৈতিক ভুল! নির্বাচনে কোন একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া দলকে ক্ষমতা না দেয়া আহম্মকের কাজ! পিছে মার্কিন মদদ তো ছিলো ই! পাকিস্তান আজ ও অখণ্ড থাকতো এবং পূর্ব পাকিস্তানে ই “মুজিব বিরোধী মোর্চা’ শক্তিশালী হয়ে উঠতো যার আলামত ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে দেখা গেছে!
জামাতে ইসলামের পাকিস্তান সমর্থন ভুল ছিলো না, কিন্তু বুূ্দ্ধিজীবি হত্যা ও অনেক নৃশংসতা মানবতা বিরোধী ছিলো! ১৯৭১ সালে ১৬ ই ডিসেম্বর ৯৩ হাজার পাক সেনা আত্মসমর্পণ করার পর একজন সৈনিক কে হত্যা করা হয় নাই, কোন জিঘাংসা চরিতার্থ করা হয় নাই বরং সেক্টর কমান্ডার হায়দার হুদা মানবিক মানুষ ছিলেন, দারুন কঠোর ভাবে জনরোষ থেকে বাঁচিয়েছেন সব পাক সেনা কে !
হায়দার হুদা খালেদ মোশাররফের সাথে ৭ ই নভেম্বর হত্যা হয়! যা ছিলো মানবতা বিরোধী একটা কাজ (মেজর মীর শওকত বিএনপি)! অনেকে মীর শওকত কে হত্যা execute করার হোতা বলে থাকেন!
মুজিব দেশে ফিরে সাধারণ ক্ষমা ঘোষণা করে অনেক জীবন রক্ষা করেছিলেন!

শেখ হাসিনা আমলে বার-বার “জামাতে ইসলাম” কে রাজনৈতিক নিষেধাজ্ঞা ছিলো ভুল সিদ্ধান্ত! জামায়াতের অপরাধ কি? ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬ ই আগষ্ট ও ৯ই আগষ্ট হিরোশিমা নাগাসাকি তে এটম বোম জনবহুল শহরে ফেলা ছিলো আমেরিকার চরম মানবতা বিরোধী অপরাধ তবুও তারা যুদ্ধে জিততে তা করেছে! There is no Bar in Love, War and Politics! ভালবাসার জন কে না পেয়ে ‘ব্যর্থ প্রেমিক’ আত্মহত্যা করে, প্রেমিকের মুখ এসিডে ঝলসায়, যুদ্ধ জয়লাভ করতে আমেরিকা যা করেছে,
জামাত তেমন ই পথ খুঁজেছে! So, what was wrong? যুদ্ধ অপরাধ করেছে, তার বিচার তো করেছেন, তা হলে দল নিষিদ্ধ করার কি দরকার বার-বার? বরং রাজনৈতিক চালে ভুল, জামাত বিএনপির প্রতিপক্ষ হতো! আওয়ামীলীগ সুবিধাজনক অবস্হানে থাকতো! ২০০৬ সালে জামাত আওয়ামীলীগ ভিন্ন-ভিন্ন জায়গা থেকে “কেয়ার টেকার” সরকার পদ্ধতি তে আন্দোলন করে একা বিএনপি কে দ্রুত কাবু করে ফেললো!

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামীলীগ নিষিদ্ধ করার হম্বিতম্বি, এমনি ভারতকে দেখে নেবো,ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা অনভিজ্ঞ অপরিপক্ক কথাগুলোর মত আওয়ামীলীগ নিষিদ্ধ একটা ভুল অপরিপক্ক অরাজনৈতিক কথা! Whether they posses that right? এটা বুঝে বিএনপি কোন কাউকে নিষিদ্ধ মেনে নিচ্ছে না! এমন কি জামাত ও নিষিদ্ধ চায় তা আমার মনে হয় না!
১৯৭৫ সালে আওয়ামীগ করার জন্য আমরা অনেকে মামলা খেয়েছি লোকাল আক্রোশের স্বীকার হয়ে কিন্তু সামরিক সরকার জিয়াউর রহমান তো আওয়ামীলীগ রাজনীতি নিষিদ্ধ করেন নাই! বরং অগোছালো আওয়ামীলীগ প্রসিডেন্ট নির্বাচনে “কর্নেল ওসমানী” কে প্রার্থী দিয়ে প্রচুর ভোট টেনে ছিলো! ১৯৭৫ সালের মত দৈন্য দশায় পড়ে নাই আওয়ামীলীগ যা অবস্হা হয়েছে তা ঘুমন্ত অপরিনামদর্শী নির্বুদ্ধিতার জন্য হয়েছে!ওবায়দুল কাদের, দীপু মণি, ১৪ দলের ১৪ জনের পরামর্শ নেয়ার নির্বুদ্ধিতার ফলাফল!
হুসেইন মুহম্মদ এরশাদ গন অভুত্থানে ক্ষমতা ছেড়েছেন, ১৯৬৯ এ আয়ুব খান ২০০৬ সালে বেগম খালেদা জিয়া জনরোষে ক্ষমতা ছেড়েছেন! পার্থক্য হলো ঘুমন্ত আর জাগনা, wrong handling Hasina’s Government —- ৫ ই আগষ্ট তৈরি হয়েছে!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102