লেখক: মোঃ মোবারক হোসেন
সুন্দর পৃথিবী টা সুন্দর থাকুক সেটা সকল মানব সমাজের আশা।কিন্তু পৃথিবীর সকল সমস্যা ও সৃষ্টি হচ্ছে মানব সমাজ দিয়ে।পৃথিবী সমস্যা গুলো সৃষ্টি হওয়ার একমাত্র হাতিয়ার হলো কথা। কথা দিয়ে সব হয়।সকল সমস্যার সমাধান ও হয় কথার মাধ্যমে। সকল যুদ্ধ বন্ধ হয় কথায়।কথার দ্বারা বিশ্বের অর্থনৈতিক চাকা সচল থাকে। অর্থনৈতিক চালিকা শক্তি ব্যাবসা।আর ব্যাবসা টিকে থাকে আমাদানি রপ্তানির মাধ্যমে। আর আমদানি রপ্তানি একক চালিকাশক্তি হলো কথা। বিশ্বের যত নামি-দামি পুরষ্কার দেওয়া হয় তা শুধু কথার বহিঃপ্রকাশের জন্য। হাজার সংসার সহ রাষ্ট্রীয় কাঠামো ঠিকে আছে কথার জন্য। প্রেমিক প্রেমিকার সম্পর্কটাও বিয়ে পর্যন্ত গড়ায় কথা ফলশ্রুতিতে।
কথার উপকারীতার সাথে রয়েছে বিশাল অপকারীতা।
নিন্ম স্তর থেকে শুরু করলে পরিবারের বউ শ্বাশুড়ির ঝংড়া হয় শুধু কথার জন্য যা হাজার বছর যাবৎ বহমান।ভাই ভাইয়ের দ্বন্দ্ব ও হয় কথা কারণে।পরস্পর পরস্পরের সাথে রাগ ক্ষোভও সৃষ্টির মুল কারণ এই কথা। হামলা মামলার উৎপত্তিস্থল এই কথা। ধর্মে ধর্মে হানাহানি হয় কথা বলার জন্য। রাষ্ট্রীয় ক্ষমতাও অর্জন হয় এই কথা দিয়ে। পার্রলামেন্টের সকল অধিবেশন আয়োজন ও হয় কথা শুনার জন্য। মিটিং, মিছিল, জনসমাবেশের আয়োজন হয় সেই কথা বলার জন্য। যার হাজার হাজার কোটি টাকাও ব্যায় হচ্ছে। ইতিহাসের বিশ্ব যুদ্ধ থেকে শুরু করে যত যুদ্ধ সংঘটিত হলো তা শুধু কথার অপব্যবহারের জন্য। হাজারো নারী বিধবাও হচ্ছে এই কথার জন্য। তাই গ্রাম্য ভাষায় বলা হয়, বুলেট আর কথা একবার বের হলে আর আটকানো যায় না।বেফাস কথা বলার চেয়ে চুপ থাকা বুদ্ধিমানের কাজ।তাই সকলের উচিত কথা বলার সময় খুব যত্নবান হওয়া।