শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য সামান্য ই আমরা জানি!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

২০১৯ সালে যে ব্লাক হোল আবিস্কার হয়েছে তার আয়তন ৩০ বিলিয়ন সূর্যের সমান! ভাবতে পারেন, আমরা কত ক্ষুদ্র একটা পৃথিবীর মানুষ? আপনাদের ভাব দেখলে মনে হয় আল্লাহ/ভগবান পৃথিবীর ৮০০ কোটি মানুষের মাত্র ২০০ কোটি মুসলমান আর ১৪০ কোটি হিন্দুর হিসাব কিতাব বেহেশতে দোযখ পাপপুণ্য মাপতে বসে আছেন? তার সৃষ্টি কে একটা বিন্দু সমান জায়গায় এনে তাকে সারাদিন আমাদের পাহারায় বসায় দিয়েছি, গরু কোরবানি পাঠা বলিতে ব্যস্হ, তিনি শবেবরাত নামক রাতে সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এমন কত গল্প ফাদছি, রুটি হালুয়া বিলাচ্ছি। অথচ আরবীয় ২৪ দেশ এটাকে ভন্ডামি বলে থাকে।

আমার আসল বিষয় নতুন একটা পৃথিবী আবিষ্কার হয়েছে! এখবর টা দেয়ায় গ্যালিলিওর মত আমাকে হত্যা করবেন না! আপনার চিন্তা শক্তিতে যদি আয়ত্তে না পায় আমাকে নাস্তিক বলুন, অশ্লীল বলুন কিন্তু আজগুবি বলবেন না। বিশ্ব অনেক এগিয়েছে।
১. এই পৃথিবী তে ও জীব বাস করে, হতে পারে মানুষ সদৃশ্য বা তেমন কিছু।
২. এ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না অন্য একটা নক্ষত্রের চারিদিকে ঘোরে, আমাদের পৃথিবী সূর্য কে প্রদক্ষিণ করে ৩৬৫ দিনে একবার, এই ‘পৃথিবী’ তার নক্ষত্র কে প্রদক্ষিণ করে মাত্র ৩৩ দিনে।
৩. আমরা যেমন সূর্য থেকে অনেক দূরে পৃথিবী k – 2 – 18, তার নক্ষত্র থেকে মাত্র ১৪ মাইল দূরে!
৪. আবহাওয়া পৃথিবীর মত, তাপ ও মাত্র ১০° C,
সবচেয়ে বড় কথা মানুষের জন্য উৎপন্ন ‘ডাইমিথাইল সাল সালফাইড’ এখানে তৈরি হয়।
এর ভর পৃথিবী থেকে ৮ গুন ।পৃথিবীর ভর (ওজন) — 5.972 x 10 to the power 24 kg. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার কিন্ত নতুন পৃথিবীর তার নক্ষত্র থেকে দূরত্ব মাত্র ১৪ মাইল! সমুদ্রের অস্তিত্ব মিলেছে,
আসলে বিশাল সৃষ্টি আল্লাহর যা কল্পনা করলে আল্লাহ আপনাদের এই কয়জনের এবাদতের ভুকা না, আপনার কৃতকর্মের উপর আপনাকেই জবাব দিহি করতে হবে, তিনি আপনার এবাদতের দিকে তাকিয়ে নাই, আপনারা তার সৃষ্টির একটা বৃত্তের ছোট্ট বিন্দু ও না, তাকে বগলদাবা করে ব্যবসা বন্ধ করুন, রাজনীতি বন্ধ করুন, তিনি আপনাদের মত কত জীব কোথায় সৃষ্টি করে রেখেছেন তা শুধু তিনিই জানেন! হাজার শিয়া সুন্নি কাদিয়ানী হানাফি ওহাবি গ্রুপ তৈরি করে বিভক্তির জবাবদিহি ও আপনাদের করতে হবে। ইরানের শিয়াদের জ্ঞানের কাছে ইসরায়েল আমেরিকা ভীত, আপনাকে আমেরিকার পা ছুয়ে দেবতা বলে বাঁচতে হয়, আপনি নির্লজ্জ, নামে মুসলমান। এক বছরে আপনার এক লক্ষ ভাই ফিলিস্তিনে ইহুদিরা হত্যা করেছে আপনি Genocide বলার সাহস রাখেন না, আপনার দেশে মেথুস মিলার বসে আছেন ৩২৫ — ১০০০ জন হত্যা কে জেনোসাইড বানাতে, ১৯৭১ এর স্বাধীনতা মুছে ৫ ই আগষ্ট স্বাধীনতা দিবস বানাতে, আপনারা সেন্ট মার্টিন বাঙালি যাতায়াত লিমিটেড করেছেন কেন, নিজ দেশে পরো বাসি বানাচ্ছেন কার নির্দেশে?

৩৪০০ ধর্মের লোক সারা বিশ্বে আল্লাহ খাবার, অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন! তাদের মন্দির গির্জা আপনাকে ভাঙতে বলেন নাই বরং (ঈসা আঃ ও মূসা আঃ) খৃষ্টান ও ইহুদি দের প্রতি পবিত্র কুরআনে বলেছেন, “তাহারা যদি সৎ কর্ম করে তার পুরস্কার তারা পাবে !”

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।
জানেন, এবং জ্ঞান বর্ধিত করেন তাহলে বিজ্ঞানের অগ্রগতি রুখে দেয়ার মন হবে না। আল্লাহর সৃষ্টি রহস্য মেনে নিতে ও কষ্ট হবে না। যত গোমড়া থাকবেন তত সাইকেল চড়া হারাম, এটা শয়তানের কাজ, ইংরেজি শেখা হারাম, নারী শিক্ষা হারাম, বিজ্ঞান শিক্ষা হারাম, এসব আপনার মাথা থেকে যাবে না! আপনি জেনার থেকে সুদ ঘুষ মিথ্যা বলা উপকারীর উপকার অস্বীকার দেনা মাথা নিয়ে চলা বড় গোনাহ বুঝবেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102