জাহাঙ্গীর চৌধুরী
আমরা কে কতটুকু বিদিত?
স্বাধীনতার লাল-সবুজের পতাকার ইতিকথা।
এ পতাকার অন্তরে বাস করে :-
পলাশীর আম্রকাননে স্বাধীনতার সূর্যাস্ত,
আত্মসমর্পণকারী বেঈমান সিপাহসালার মূর্তি,
পরাধীনতার শিকল পরায়ে পরদেশির ফূর্তি।
অতঃপর পুনরুদ্ধারের অভিযানে :-
ক্ষুদিরাম প্রীতিলতা সূর্যসেনের বিসর্জিত প্রাণ,
তিতুমীরের বাঁশের কেল্লার অভিনব আক্রমণ,
একাত্তরের সাতই মার্চের রেসকোর্স ময়দানে
এক তর্জনীর ইশারা যুগান্তকারী বজ্রকণ্ঠ,
বীর যোদ্ধার ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা,
নয়মাসের রণের ত্রিশলক্ষ শহীদের আত্মা,
বীরাঙ্গনার আত্মনাদ বিধবার শ্বেতবসন আর
সিঁদুর মোচনের হৃদয়বিদারক আহাজারি।
এ স্বাধীনতা এসেছে কূর্মের মত হাঁটি,
অজস্র জীবন করে মাটি।
আমরা স্বাধীন আমাদের আছে স্বাধীনতা,
আছে শিরতুলে বাঁচার লাল-সবুজের পতাকা,
এসো দেশ গড়ি সবাই মিলে এক পতাকাতলে।