লেখকঃ মোঃ হাসান মাহমুদ (হাসান)
কুমারী মায়ের গর্ভে সন্তান
আল্লাহ তাআলার’র কুদরত মহান,
নবী ঈসা রুহুল্লাহ
জগতে পাঠান যাকে আল্লাহ।
মাতা মারিয়ামের বুকের ধন
খোদার এক উজ্জ্বল নিদর্শন,
ইসরাইলি জাতির করিতে পরিত্রাণ
আল্লাহতালার বিশেষ দান।
মারিয়ামকে লোকে দেয় অপবাদ
দুধের শিশু করে তার প্রতিবাদ,
নিজের জাতির হেদায়েতের তরে
নবী পথে পথে ঘুরে।
মৃত পায় জীবন, আর অন্ধজনে আলো
এমনি মু’জিযা নবীর সকলে দেখিল,
বিশ্বাসীদের মসীহ ছিলেন তিনি
শোন খোদার কালাম, ইঞ্জিলেরই বাণী।
শপথ সেই পবিত্র সত্তার
দুনিয়া ও আখেরাতের মালিকানা যার,
তিনি ছিলেন সত্য রাসূল
ভণ্ডের দল না চিনে করে ভুল।
দিনে দিনে তারা করে দুশমনি
যারা ছিল পূর্বের নবীদের খুনি,
কাফের হতে তাঁকে করিতে উদ্ধার
ফেরেশতারা খুলে দেন আসমানের দ্বার।
শোন মুমিন, শোন হাদিসের বাণী
আবার ফিরে আসবেন তিনি,
পালন করবেন তিনি খোদার আদেশ
দাজ্জালকে করিতে শেষ।