রচনায়: অথই নূরুল আমিন।
=================
বাস্তব জীবনের এক নক্ষত্র আজ বিদায় নিয়েছেন
মানব কল্যাণে তিনি জাতির অভিভাবক ছিলেন
যার প্রতিটি পদক্ষেপ ছিল, আয়না সাদৃশ্যের সমান
কাজে,কর্মে,জ্ঞানে,আচরণে তিনি ছিলেন উদীয়মান।।
যিনি সারাজীবন সময় দিয়েছেন, মানব কল্যাণে
আল্লাহ্ যাকে করেছিলেন দান, মহান জ্ঞান ও গুণে
তিনি যেমন ছিলেন আইন পেশায় উদার এক মনে
তেমনি ছিলেন, শিক্ষা প্রসার এবং মানব উন্নয়নে।।
মিশন শিক্ষা পরিবারের তিনি ছিলেন পথপ্রদর্শক
সাহিত্য সংস্কৃতি অঙ্গনে ছিলেন, সহসা নির্দেশক
তিনি ছিলেন প্রধান বিচারপতি, আইন পরিচালক
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ন্যায় প্রদর্শক।।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ তিনি মহান
মানব জীবনে তিনি, সততার রেখেছেন প্রমাণ
এরকম কালজয়ী মানব, যুগে যুগে যেন আসেন
ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে হাল যেন ধরেন।।
একটি পাতায় একটি কবিতায় কি লিখব যথা
জাতির অভিভাবক, রউফ স্যারের গুণের কথা
রউফ স্যার আজকে যদিও নেই, নিয়েছেন বিদায়
ইতিহাস হয়ে থাকুন, জাতির প্রতিটি কর্মবেলায়।।
মিশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সহস্র শ্রদ্ধা
যেখান থেকে লক্ষ শিক্ষার্থী পেয়ে যাচ্ছে বিদ্যা
প্রফেসর এম. হুমায়ুন কবীর মিশন এক যোদ্ধা
মহান করুণাময় হোক, সকলের শান্তির বারতা।।
উৎসর্গ: বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্যার।
রচনায়:
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী।