কলমেঃ মো: নাজমুল আলম
* সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ। আর এই মানুষের আদর্শ এবং কর্মকাণ্ড সমাজে পরিচিতি লাভ করে ভালো মানুষ হিসেবে। আমি সবেমাত্র এইচএসসি পাশ করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রাম থেকে ছুটে এসেছি শহরে। গ্রামের মানুষ গুলো যেমন ভাবে জীবন যাপন করে শহরের মানুষগুলো পুরোটাই অন্যরকম ।কেউ কেউ অর্থের জন্য, ভালো থাকার জন্য কতই না মিথ্যা প্রশ্রয় নিয়ে থাকে। এখন আমার মনে কৌতূহল জাগলো সমাজের ভালো মানুষ কারা তাই কাগজ-কলম নিয়ে অনেক কিছুই লিখলাম। কিন্তু পূর্ণাঙ্গ লেখাটি তৈরি করতে পারিনি। কিছুদিন হল খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিং এ ১৫ তম ব্যাচে ভর্তি হয়েছি।চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যারের শিল্পচর্চার পাশাপাশি নৈতিক শিক্ষার উপরে অনেক আলোচনা করে থাকেন। স্যারের সংস্পর্শে এসে আমার মনের লেখাটি পুনরায় লেখার সাহস পেলাম। আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করব আমার মনের কথা।একজন ভালো মানুষের বিভিন্ন গুন থাকা দরকার আছে |একজন ভালো মানুষ তার আচার আচরন ভালো হওয়া প্রয়োজন | কারন একটা ভালো মানুষের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে ও আচার আচরনে | একজন ভালো মানুষ সমাজের সবার সাথে ভালো ব্যবহার করে ও সমাজে অবহেলিত মানুষের পাশে দাড়াবে | ও সমাজের বিভিন্ন সম্যাস গুলো সমাধান করবে | একজন ভালো মানুষ সমাজের ছোট বড় সবাই কে সম্মান দিয়ে চলাফেরা করবে |একজন ভালোমানুষ সমাজে সকল সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবে | সমাজে কোন অন্যায়ের কাছে মাথা নিচু করবে না | কোন ধর্মকে ছোট করবে না।একজন ভালো মানুষ সবসময় সত্য কথা বলবে সত্য কে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে জাতির মুখ উজ্জ্বল করবে। তাকে দেখে সমাজের আর পাঁচজন ভালো হবে। এই ভাবে একটা ভালো মানুষ সত্য ও আচারকে সমাজে ও জাতির কাছে সম্মান অর্জন করতে পারে ও সমাজের মানুষের কাছে চির অমর হয়ে বেঁচে থাকতে পারে।
★একজন শিক্ষিত মানুষ শুধু শিক্ষা অর্জন করলে শিক্ষিত হতে পারে না | একজন শিক্ষিত মানুষের বিভিন্ন দিক নির্দেশনা থাকা ও জানা প্রয়োজন | একটা দেশ একটা শিক্ষিত জাতি কে নিয়ে অনেক আশা ও ভরসা বা স্বপ্ন দেখে থাকে | আমাদের সবাইকে সু শিক্ষিয় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সঙ্গে একসাথে তাল মিলেয়ে কাজ করতে হবে | শিক্ষিত হলে ভালো মানুষ হওয়া যায় না | একজন শিক্ষিত মানুষ সমাজের অবহেলিত মানুষদের শিক্ষা দান করবে | সমাজের অবহেলিত মানুষ কে সঠিক পথে দিকনির্দেশনা দিবে।সমাজে সকলের পাশে দাড়াবে | মানুষের সুখ দুঃখ ও বিপদের সাথী হয়ে থাকবে | এই ভাবে বিভিন্ন দিক দিয়ে একটা শিক্ষিত মানুষ নিজের শিক্ষা অন্যকে বিলিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করে তোলেন একজন আদর্শ ভালো মানুষ।সে সমাজে মানুষের মন জয় করে একটা ভালো মানুষ হতে পারে |
*আমার নিজের মনের কথাগুলো লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
আমার লেখার পেছনে বড় অবদান হলো
আমার শিক্ষাগুরু খুলনা আর্ট একডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক স্যার চিত্রশিল্পী মিলন বিশ্বাস । আমি স্যারের একজন শিক্ষার্থী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে একজন ভালো মানুষ হতে পারি। ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে পারি। এবং আমার পিতা মাতার মুখ যেন উজ্জ্বল করতে পারি ।