নিজস্ব প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন Come for Unprivileged Child CUC সংগঠন কর্তৃক ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সি ইউ সি স্কুল, ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় আযম খান সরকারি কমার্স কলেজ খুলনার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ক্যাপ্টেন আনজুম সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে ও আরিফা ইসলাম খুকুমণির উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজ খুলনার শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম, সি ইউ সির সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমদাদ আলী, সিইউ সি স্কুলের হ্যান্ড রাইটিং শিক্ষক ও বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি খুলনা পরিচালক জনাব ধনঞ্চয় রায়, সিইউসি স্কুলের ড্রইং শিক্ষক ও খুলনা আর্ট একাডেমির পরিচালক জনাব মিলন বিশ্বাস, সি ইউ সি স্কুলের ধর্ম শিক্ষক ও দারুল আযহার একডেমি, খুলনা পরিচালক, জনাব নাজমা সুলতানা, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সি ইউ সি স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব কারিমা আক্তার, সিইউসি স্কুলের সহকারী শিক্ষক মিম আক্তার মনিকা সহ অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিল। প্রধান অতিথি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুল পরিদর্শন করেন। স্কুলে পৌঁছালে শিক্ষার্থীবৃন্দ তাকে গার্ড অব অর্ণার প্রদান করে।স্কুল পরিদর্শন শেষে ছাত্র-ছাত্রী ও সদস্যবৃন্দদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে তার বক্তৃতায় সিইউসিকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সি ইউ সির পক্ষ থেকে প্রফেসর ক্যাপ্টেন আমজুন সুলতানা কে ফুলেল শুভেচ্ছা,শুভেচ্ছা স্মারক ও সি ইউ সি স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের হাতে তৈরি হস্তশিল্প প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রফেসর ক্যাপ্টেন আনজুম সুলতানা সি ইউ সি স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতার জন্য বিশেষ অনুদান প্রদান করেন।