মোঃ জুয়েল খাঁন, বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
যশোরের কেশবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ২৪ এর গণ -অভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। ২৪ মার্চ সোমবার আছরের নামাযের পর থেকে আবু শারাফ সাদেক অডিটোরিয়াম হল রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে মোঃ খালিদ সাইফুল্লাহ রহমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা করেন,,।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আলোচানা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পূর্বের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পৌর আমীর মোঃ জাকির হসেন, পেশাজীবি বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যশোর জেলা বায়তুল মাল সম্পাদক সহ অন্যান্য নেতা কর্মীরা । এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্র দলের কেশবপুর উপজেলার সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, মোঃ আব্দুস সামাদ বিশ্বাস বিএনপির পৌর সভাপতি (সাবেক মেয়র), অধ্যাপক আলাউদ্দিন আলা ৬ নং সদর ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান, অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, শফিকুল ইসলাম (সুইট),মোঃ আব্দুল জব্বার (শহিদ তৌহিদুর রহমানের পিতা), মোঃ শরিফুজ্জামান সজল (লেকচারার, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিদায় করা হয়েছে, আগামীতে যেন এমন কোন সন্ত্রাসী কোন সরকারের আগমন না ঘটে সেই লক্ষ্যে আমাদের একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অনুষ্ঠানের শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন জনাব হযরত মাওলানা শহিদুল ইসলাম (ইমাম কেশবপুর ডাক্তারখানা জামে মসজিদ)।