মশার উপদ্রব বেড়েছে খুলনায় এতে নগরবাসী অতীষ্ঠ। সিটি কর্পোরেশনের অবহেলার কারণে এর পরিত্রাণের জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে খুলনার পিকচার প্যালেস মোড়ে আজ সকাল ১১ টায় খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মশারি মিছিল বের করা হয়। পিকচার প্যালেসের মোড় থেকে শুরু করে মিছিলটি বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত গিয়ে পুনরায় পিকচার প্যালেসের মোড়ে ফিরে এসে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন , নাগরিক নেতা সরদার আবু তাহের, সমাজসেবক মিনা আজিজুর রহমান, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, কমিউনিস্ট নেতা মিজানুর রহমান বাবু, সমাজ সেবক মীর কবির হোসেন , নারী উদ্যোক্তা নুরুন্নাহার হীরা ও কবি তৈফুন নাহার , এবং খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার প্রতিষ্ঠানের চারুকলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক তিনজন শিক্ষার্থী জয় বিশ্বাস দিপ, পিয়ালী বিশ্বাস ও অনুরাধা সাহা দিশা এদেরকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন খুলনা আর্ট একাডেমির ১৫ তম ব্যাচের শিক্ষার্থী দিশা।দিশা বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে খুব সমস্যা হচ্ছে।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন আমরা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না।তাই সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ জানান মশা নিধনের জন্য ।ও খুলনা বাসীর সকল সুধীজনদের উদ্দেশ্যে বলেন আসুন আমরা সবাই মিলে মশা নিধনের জন্য প্রতিবাদ গড়ে তুলি । এবং কর্মসূচিতে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানান চিত্রশিল্পী মিলন বিশ্বাস।সর্বশেষে নাগরিক সমাজের পক্ষ থেকে বলেন আজ থেকে আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক কোন কাজ দৃশ্যমান না হলে আরো কঠিন কর্মসূচি দিবেন এমন আশাবাদ ব্যক্ত করেন আজকের সুধীজনরা। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন,কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।
তারিখঃ০১-০৩-২০২৫