নিজস্ব প্রতিবেদক:
৩০ ডিসেম্বর, সোমবার করিমুন্নেছা মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে সকাল ১১ টায় মোঃ সফিউদ্দিন মোল্যা স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।
ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – ড. মোঃ কামরুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। প্রধান বক্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক, খুমেক। বিশেষ অতিথি – ডাঃ সাদিয়া ইসলাম, মেডিকেল অফিসার, খুমেক। প্রধান শিক্ষক- বিশ্বনাথ কুন্ডু।
পরিচালক স্যার- মোঃ শিবলী সাদিক
আরও উপস্থিত ছিলেন স্কুলের সহ সভাপতি ফজলে খোদা বাচ্চু, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, ছবেদ আলি, মাহমুদ জমাদ্দার, শিউলি মন্ডল, রনি আক্তার, রুনা লায়লা, দেবব্রত মন্ডল, জাকিয়া সুলতানা, বিউটি রানী দে, এফ এম তৌহিদুল ইসলাম, আশরাফ আলী, ইনজামুল হোসেন, পারভীন বেগম, জাকিয়া সুলতানা, সয়মাতুন্নেছা, অনন্যা বিশ্বাস, মিনাক্ষী পাল, সালমা আক্তার, ধনঞ্জয় রায়, আসাদুর রহমান, ফাতেমা রহমান, লায়লা নূর জাহান, শাহানারা খাতুন, তারেক রহমান, জারাফা, মনিরুল ইসলাম।
সবশেষে ছাত্র ছাত্রীর মাঝে ফলাফল শীট ও পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। ২০২৪ এস এস সি পরীক্ষার বানিজ্য বিভাগ থেকে যশোর শিক্ষা বোর্ডে সাধারণ বৃত্তি কৃতী ছাত্রী জয়া কুন্ডুকে সংবর্ধনা প্রদান করা হয়।