সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আন প্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের ২২নং ওয়ার্ডে ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়
বিকাল ৪ ঘটিকায়।২২শে ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশন খুলনার সাবেক জন সংযোগ কর্মকর্তা রোটারিয়ান সরদার আবু তাহের। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মো: জহিরুল ইসলাম খান জুয়েল, সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড বিএনপি জনাব শাহারুজ্জামান মুকুল,সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড যুবদল। নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব খুলনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা আসাদুজ্জামান, মুফতি সাজিদুর রহমান, জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আহসানুল্লাহ বাদশা, সি ইউ সি সংগঠনের সহ-সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মুজাহিদ হোসেন মিরাজ, সংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান,কোষাধাক্ষ মিম আক্তার মনিকা ,দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস,কার্যকরী সদস্য সালমা আক্তার, ধনঞ্জয় কুমার রায় সহ সংগঠনের আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ, সিইউসির সাধারণ সদস্যবৃন্দ, সি ইউ সি স্কুলের শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন নতুন স্কুল উদ্বোধনের পেছনে ২২ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষভাবে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্য শেষে নতুন স্কুল শাখার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সুবিধাবঞ্চিত শিশুসহ সকলকে নিয়ে সি ইউ সি স্কুলে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়।
বক্তব্য পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।