খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজে খুলনা আর্ট একাডেমি অবস্থিত।আজ বিকাল ৪ ঘটিকার সময় মহান শহীদ দিবস উপলক্ষে তনুশ্রী দাসের সঞ্চালনায় এবং বাবু রাম প্রসাদ রায় সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পঞ্চগীতি কবির পাঁচটি সংগীত পরিবেশন করেন খুলনা মিউজিক ক্লাবের শিক্ষার্থী প্রীতিষা ঘোষ । এরপরে গত ২৭শে ফেব্রুয়ারির চিত্রাংকন প্রতিযোগিতার ৩টি গ্রুপের ৯জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিশুদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র তুলে দেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আজকের সম্মানিত অতিথিরা।এ সময় উপস্থিত ছিলেন করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক বাবু ধনঞ্জয় রায় এবং সহকারী শিক্ষক অতনু চক্রবর্তী ,খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, সাংস্কৃতিক মনা লাবনী সরকার, পুষ্প ঘোষ, শিক্ষিকা শর্মী দেবনাথ, মোহনা আক্তার বিভা। সর্বশেষে আজকের যে সকল শিক্ষার্থী বিজয়ী হতে পারেনি তারা যাতে কষ্ট না পায় এমন কথা চিন্তা করে করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক বাবু ধনঞ্জয় রায় অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থীদের আগামী ৩রা মার্চ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় শুভেচ্ছা পুরস্কার তুলে দিবেন।এতে বাকি শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে। এরপরে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিশুদের প্রতি এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য বাবু ধনঞ্জয় রায়কে প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।