স্টাফ রিপোর্টার:
আজ ১০ জানুয়ারি সন্ধ্যা বেলায় খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গনে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মফস্বল সাংবাদিক মোহাম্মদ আজগর হোসেন এর সঙ্গে একজন অতিথি খুলনা আর্ট একাডেমিতে আসেন। তিনি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার খুলনা জেলা ব্যুরো প্রধান প্রভাষক স্বদেশ সরকার ও মোঃ আজগর হোসেন এবং বরিশাল থেকে আগত বাবু অভিজিৎ হালদার খুলনা আর্ট একাডেমিতে সংরক্ষিত ঐতিহ্য ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় আজকের অতিথিদের চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও তার প্রতিষ্ঠানের শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস ফুলের শুভেচ্ছা জানায়। স্বদেশ সরকার এবং মফস্বলের সাংবাদিক মোঃ আজগর হোসেনকে ও ক্যালিগ্রাফি আর্ট উপহার দেন ।এতে তারা অত্যন্ত আনন্দিত হয়ে অতিথিরা অনুভূতি প্রকাশ করেন খুলনা আর্ট একাডেমিতে যা কিছু আছে এটা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে নবীনরা এই ঐতিহ্য দেখে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবে এমন মন্তব্য করেন আজকের অতিথিরা। এবং খুলনা আর্ট একাডেমির কার্যক্রম এবং পরিচালনার বিষয় শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে গুণী শিল্পী হিসেবে আখ্যায়িত করেন।প্রত্যেকে শিল্পচর্চা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সর্বশেষ অতিথিদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আবারো আসার আমন্ত্রণ জানালেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি।