খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী শহীদ দিবসে চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার স্কুল নিউ হলি চাইল্ড কিন্ডারগার্টেন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়-২০২৫ এর, চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান, কবিতা আবৃত্তিতে ২য় স্থান অর্জন করে পুরস্কার গ্রহন করেছে। শিশু শিল্পী আদিত্য পালের এই প্রাপ্তিতে খুলনা আর্ট একাডেমির পরিবার অনেক আনন্দিত। তার এই আনন্দের খবর শুনে খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস শিশু শিল্পীর হাতে একটি পেন্সিল উপহার দেন।বিশেষ করে আদিত্য পালের এই খবরে বেশি আনন্দিত কারণ খুলনা আর্ট একাডেমি পরিচালনা করা হয় খুলনা ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে। আর আদিত্য আসে অনেক দূর থেকে যেটা আপনারা শুনলে অনেকেই অবাক হবেন ।আদিত্য পাল রূপসা নদীর ওপারে কাজদিয়া থেকে এসে ছবি আঁকা, আবৃত্তি এবং হাতের লেখা তিনটা বিষয়ের জন্য ছুটে আসে। তার পিতা-মাতাকে ধন্যবাদ জানাই কারণ তারা কতটা ভালো মানুষ হলে নিজের সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সাংস্কৃতিক অঙ্গনে নিয়োজিত রাখার জন্য অলসতা না করে নদীর ওপার থেকে এতটা দূর অতিক্রম করে আমাদের কাছে ছুটে আসে এটা বড়ই কষ্টসাধ্যের তাই তাদের প্রশংসা করা উচিত। সন্তানকে খুলনা আর্ট একাডেমির শিক্ষা গ্রহণ করে আদিত্য পাল ছবি আঁকা এবং আবৃত্তি এই দুইটা বিষয়ে পুরস্কার অর্জন করেছে। তার প্রাপ্তিতে আমরা অভিনন্দন জানাই। তারই সঙ্গে তার পিতা-মাতাকে ধন্যবাদ জানাই আমাদের কাছে নিয়ে আসার জন্য। আপনারা সবাই আদিত্য পালের জন্য শুভ কামনা করবেন আশীর্বাদ করবেন সে যেন এই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থেকে একজন আদর্শ দেশ প্রেমিক হয়ে ওঠে এমন প্রত্যাশায় খুলনা আর্ট একাডেমির পরিবার।
শুভেচ্ছান্তে
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি ।