নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস মহান স্বাধীনতা দিবসে সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক বিভাগ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে। শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাসের এই প্রাপ্তিতে খুলনা আর্ট একাডেমির পরিবার অনেক আনন্দিত। আপনারা সবাই সম্প্রীতি মামনির জন্য শুভ কামনা করবেন এবং আশীর্বাদ করবেন সে যেন পড়াশোনার পাশাপাশি এই প্রাপ্তির ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থেকে একজন আদর্শ দেশ প্রেমিক হয়ে ওঠে এমন প্রত্যাশায় খুলনা আর্ট একাডেমির পরিবার।