খুলনা আর্ট একাডেমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।এটি খুলনা ৩৬, ওয়াব এভিনিউ ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত। এই প্রতিষ্ঠানের কার্যক্রম ছবি আঁকা, আবৃত্তি, সংগীত এবং হাতের লেখা। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সাল থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। খুলনা আর্ট একাডেমির শিশুরা সাংস্কৃতিক অঙ্গনে অনেক সুনাম অর্জন করেছেন। সেই সুনাম ধরে রাখার জন্য চিত্রশিল্পী মিলন বিশ্বাস অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সাংস্কৃতিক অঙ্গনকে সচ্ছল রাখার জন্য। প্রতিষ্ঠানের শিশুদের ভালোবাসার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। শিশুদের নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। শিশুদের প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষিকারা বেশি ভূমিকা রাখেন। তাই শর্মী দেবনাথকে নতুন শিক্ষিকা হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য ফুল দিয়ে বরণ করে নিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শিলা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী লিটন মন্ডলএবং প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা রাইয়ান মল্লিক, আদিত্য পাল, সম্প্রীতি বিশ্বাস এবং যাহরুন।
সবাই নতুন শিক্ষিকার জন্য শুভ কামনা করবেন এমন প্রত্যাশায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি।