খুলনা থেকে কবি রহমত আলী:
খুলনা আর্ট একাডেমির হ্যান্ড রাইটিং এর শিক্ষক বাবু ধনঞ্জয় রায় এর বড় বোন কল্পনা রায়ের হার্টের সমস্যা থাকায় একুশে ফেব্রুয়ারির দিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন পাইকগাছা থেকে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর অবস্থায় মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়। ডাক্তারদের চিকিৎসায় তিনি এখন অনেকটাই সুস্থ। আজ রাত আটটায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা মেডিকেলে ধনঞ্জয় বাবুর বোন কল্পনা রায়ের সঙ্গে দেখা করে তার বর্তমান শারীরিক খোঁজখবর নেন। তখন তিনি সুন্দরভাবে তার বর্তমান পরিস্থিতির বিষয় প্রকাশ করেন তাতে মনে হল তিনি এখন অনেকটাই সুস্থ । তিনি তার সুস্থতা কামনা করেন এবং সবার কাছে তার সুস্থতার জন্য শুভ কামনা প্রার্থনা করেন। দিদি যেন দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে পারে এমন প্রত্যাশায় খুলনা আর্ট একাডেমির পরিবার।
রোগী দেখে শিল্পী বের হয়ে বলেন একটা বিভাগীয় পর্যায়ের মেডিকেল কলেজের পরিবেশ এত নোংরা হলে রোগীরা সুস্থ হবেন কিভাবে এবং ওয়ার্ডে আলোরও অভাব তারপর থেকে গন্ধ। একটা অস্বস্তিকর পরিবেশ।আমার দৃষ্টি থেকে রোগীদের সুস্থতার জন্য সুন্দর একটি পরিবেশ প্রয়োজন হয় বলে মনে করি।
তাই স্বাস্থ্য অধিদপ্তর উক্ত বিষয়টি যেন পরিদর্শন করে এ ব্যাপারে পদক্ষেপ নিলে সাধারণ জনগণ সুন্দর সেবা পাবেন এমন আশাবাদ ব্যক্ত করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।