নিজস্ব প্রতিবেদক:
গত ১০ই জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় খুলনা খালিশপুর বঙ্গবাসী স্কুল রোড নতুন কলোনি হাউজিং এ এন.এইচ ২৫নং বাড়িতে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্বনন্দিত কারী জনাব শায়েখ আহমদ হাসান (হাফিঃ) বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আন-নাহাল একাডেমী খুলনা ড: শায়েখ আবুল কালাম আজাদ মাদানী ।প্রধান অতিথি প্রথমে কোরআন তেলাওয়াত করে ক্লাস উদ্বোধন করেন। পরে ২০২৪ সালের শিক্ষার্থীদের মধ্যে মেধা মূল্যায়নের ধারাবাহিকতায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ।যারা সম্মাননা ক্রেস্ট পেয়েছে সাফওয়ান বাশার, আব্দুল্লাহ বিন মাসুদ, কাজী আব্দুল্লাহ , রিয়ান হোসেন, নওশিন তুবা , শিরিন ফরাহ, শাহাজাদি । এ সময় সম্মানিত যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোঃ আবিদ হাসান। ইমাম ও খতিব ইমদাদিয়া জামে মসজিদ হাউজিং খালিশপুর খুলনা। বিশেষ বক্তা হিসেবে ছিলেন মাওঃ মুফতি শাহজাহান মাহমুদ পাবলা খান পাড়া জামে মসজিদ দৌলতপুর খুলনা। এছাড়াও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওঃ আরিফ বিল্লাহ (হাফিঃ) মুহাদ্দিস ও নাজেমে তালিমাত জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাকিল আহমেদ সহ গণ্যমান্য আরো অন্যান্য ওলামায়ে কেরাম গণ, প্রমুখ। সবার উপস্থিতিতে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথি আজকের উদ্বোধন উপলক্ষে আলোচনা করে শিক্ষনীয় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন কবি মোঃ রহমত আলী
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মাওলানা মশিউর রহমান, সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।