প্রেস বিজ্ঞপ্তি”
আজ দক্ষিণ বাংলা সাংবাদিক এসোসিয়েশন সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে (মুহাম্মদ নগর, লবনচরা খুলনা) এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
প্রভাষক স্বদেশ সরকারকে প্রতিষ্ঠাতা সভাপতি, আইনজীবী মোস্তফা বিলাল প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক,
কবি নাজমুল তারেক তুষার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কার্যনির্বাহী কমিটি যথাক্রম,জনাব অশোক কুমার ধর, এডভোকেট মোঃ মোমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর- মাজেদা খাতুন, এডভোকেট মোঃ বাবুল হাওলাদার, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, কাজী মাসুদ আহমেদ, সাংবাদিক আসাদুজ্জামান খান রিয়াজ –
স্টাফ রিপোর্টার দৈনিক পূর্বাঞ্চল পত্রিকা ,
চৌধুরী ফরিদ আহমেদ এবং কার্যনির্বাহী কমিটি যথাক্রমে-
অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান,
কবি সৈয়দা তৈফুন নাহার, মোহাম্মদ আজগর হোসেন, মোঃ আবুল হাসান শেখ, সমরেশ রায়,
সহকারী অধ্যাপক উত্তম কুমার দাস, মোঃ হাসানুর রহমান, মহানন্দ অধিকারী মিন্টু, মোঃ শামীম খান, কৃষ্ণপদ রায়, দেশ আহমেদ রাজু, মোঃ বেনজীর হোসেন, মোঃ শাহিন হোসেন সজীব, মল্লিক মোঃ জামান,
কবি শেখ আলমগীর হোসেন বাদশা, কবি, নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন,ইয়ারুল ইসলাম(সবুজ), নাফিছা ইসলাম সুমা,
আরিফা আশরাফি চুমকি ,ইশমত আরা কাকন ,মোঃ জুলফিকার মোড়ল, সমরেশ বিশ্বাস,
মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান মিঠু, হিমা বিশ্বাস, ডাঃ মোঃ আব্দুস সবুর, রিপন বিশ্বাস, মৃধা সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাস সরকার, ইসমত আরা জুই, বিজন বাহাদুর, মোঃ রাকিবুল ইসলাম, অনাথ কুমার সরদার, মোঃ জামিল হোসেন, গৌরপদ বিশ্বাস, অরুপ জোদ্দার, এস এম আরিফুল ইসলাম রিপন, মোঃ ফিরোজ শেখ, মোঃ জসীম উদ্দিন,মোঃ নাদিম মাহমুদ।
প্রিয় দেশবাসী আপনারা সবাই আমাদের জন্য শুভ কামনা করবেন। আমরা যেন দেশের জন্য ভালো কাজ করতে পারি।